এই শোন, তোকে আমি আর মাত্র পাঁচ সপ্তাহ পর দেখতে পাব। ভাবা যাই? কেমন করে যেন দিনগুলো পার হয়ে গেল। এইত সেইদিন, ফ্লোরিডার এক ক্লিনিকে জানতে পারলাম তোর কথা। আমি আমরা তোর বাবা বিঃশ্বাস করতে পারছিলাম না। তোর অস্তিত্তের কথা জনাতে পারলাম তাও কিনা আমার কাশি হয়েছিল বলে। আমি অসুস্থ না হলে তোর কথা জানতেই পারতাম না। আসলে এন্টিবায়োটিক খেতে বলছিল, যেহেতু তোর জন্য এতদিন প্লেন করছিলাম, তাই তোর বাবা ডাক্তার কে বলতে বলেছিল, যেন আগে আমাকে চেক করে। তারপর?