
দেখতে দেখতে আমার বিয়ের সময় চলে এল। গতকাল, মার্চ পনের তারিখ ছিল আমার হলুদ। তবে এইটাকে নাকি হলুদ বলেনা চিটাং ভাষায় বলে "তেলাই"। বিয়ের অনুষ্টান না হওয়ার আগে যে হলুদ দেয়া হয় সেটা শুধু হলুদ এর রাত হয়। আমার মেহেদী রাত হওয়ার কথা ছিল পরে। কিন্তু কাজ থেকে আমাকে "লেইড অফ" করে দিচ্ছে। হাসি পাচ্ছে তাও আমার বিয়ের দিনে। সেই জন্য এখন বন্ধ রাখলাম মেহেদীর অনুষ্টান। আগদ এর পর অনুষ্ঠান এর জন্য অপেক্ষাতে রাখলাম সবাইকে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি আমার একটা কাজ হয়ে যাবে। যদিও জানি খুবি কঠিন। এখন শুভ চিন্তাই আছি। বাকি দেখি কি হয়।