সবার কম বেশি প্রকৃতির প্রতি দুর্বলতা আছে। প্রকৃতির নানা রুপ দেখে আমি নুয়ে পরি। বিধাতার অসীম কারোকার্যের কথা চিন্তা করি। আবার হারিয়ে যাই। অপুর্ব ঝরনা প্রকৃতির অসীম দান। মা বলত এবং বলেন এই হলো পাহারড়র কান্না। কি অদ্ভুত না? পাহাড় কান্না করে আর তাতে আমরা আনন্দ পায়। মন ভরে যাই যত দেখি। কানাডা যাওয়ার পর নাইগ্রা জল্প্রভাত দেখলাম। কোনোটার সাথে কোনোটা তুলনা করবনা। দেশের জলোচ্ছ্বাস অনেক দেখেছি। সবগুলো এক এক রকম সোন্দর্য। আমি আরো দেখতে চাই। সব জলোচ্ছ্বাস অনুভব করতে চাই। নাইগ্রা যেয়ে অনুভব করতে পারিনি। পানি ধরতে পারিনি। অনেক ঠান্ডা ছিল। তবে আমার জীবনে সব নির্ঝরের মাঝে আমি হারিয়ে ছিলাম। আমি জলোচ্ছ্বাসে ঝর্ঝরিত হয়েছিলাম। সেইটুকু পাইনি কানাডাই। অবশ্য আমি জানি আবার যাব যেটা এখন পাইনি তা পেতে হবে। আফটারঅল মিনা বলে কথা। বাকি অনেক ঝরনা দেখার টারগেট আগামিতে...ফ্লিকরে ছবি দিব এরপর আমার ব্লগে লিঙ্ক দিব নাইগ্রা ফ্লস এর।
Shitakundo Waterfalls (Echo Park), Chittagong, Bangladesh

Madhobkunda Falls, Sylhet, Bangladesh

Falling in Love Again, Niagara Falls, Ontario, Canada
Glen Ellis Falls, White Mountain National Forest, New Hampshire
Calf Creek Falls, Grand Staircase-Escalante National Monument, Utah
Christine Falls, Mount. Rainier National Park, Washington
Devil's Throat, Iguassu Falls, Brazil
El Nicho Falls, Sierra de Trinidad, Cuba
Fall Creek Falls State Park, Pikeville, Tennessee
Berry Creek Falls, Big Basin Redwoods State Park, California
Blue Nile Falls, Ethiopia
Alexandra Falls, Northwest Territory, Canada
Sources

