সবার কম বেশি প্রকৃতির প্রতি দুর্বলতা আছে। প্রকৃতির নানা রুপ দেখে আমি নুয়ে পরি। বিধাতার অসীম কারোকার্যের কথা চিন্তা করি। আবার হারিয়ে যাই। অপুর্ব ঝরনা প্রকৃতির অসীম দান। মা বলত এবং বলেন এই হলো পাহারড়র কান্না। কি অদ্ভুত না? পাহাড় কান্না করে আর তাতে আমরা আনন্দ পায়। মন ভরে যাই যত দেখি। কানাডা যাওয়ার পর নাইগ্রা জল্প্রভাত দেখলাম। কোনোটার সাথে কোনোটা তুলনা করবনা। দেশের জলোচ্ছ্বাস অনেক দেখেছি। সবগুলো এক এক রকম সোন্দর্য। আমি আরো দেখতে চাই। সব জলোচ্ছ্বাস অনুভব করতে চাই। নাইগ্রা যেয়ে অনুভব করতে পারিনি। পানি ধরতে পারিনি। অনেক ঠান্ডা ছিল। তবে আমার জীবনে সব নির্ঝরের মাঝে আমি হারিয়ে ছিলাম। আমি জলোচ্ছ্বাসে ঝর্ঝরিত হয়েছিলাম। সেইটুকু পাইনি কানাডাই। অবশ্য আমি জানি আবার যাব যেটা এখন পাইনি তা পেতে হবে। আফটারঅল মিনা বলে কথা। বাকি অনেক ঝরনা দেখার টারগেট আগামিতে...ফ্লিকরে ছবি দিব এরপর আমার ব্লগে লিঙ্ক দিব নাইগ্রা ফ্লস এর।
Shitakundo Waterfalls (Echo Park), Chittagong, Bangladesh
Madhobkunda Falls, Sylhet, Bangladesh
Falling in Love Again, Niagara Falls, Ontario, CanadaGlen Ellis Falls, White Mountain National Forest, New HampshireCalf Creek Falls, Grand Staircase-Escalante National Monument, UtahChristine Falls, Mount. Rainier National Park, WashingtonDevil's Throat, Iguassu Falls, BrazilEl Nicho Falls, Sierra de Trinidad, CubaFall Creek Falls State Park, Pikeville, TennesseeBerry Creek Falls, Big Basin Redwoods State Park, CaliforniaBlue Nile Falls, EthiopiaAlexandra Falls, Northwest Territory, Canada
Sources
কিরে তোর কি খবর ? পুরা উধাও হয়ে গেলি যে ! জামাইকে নিয়ে অনেক ব্যস্ত নাকি আজকাল ? ভাল আছিস তো ? জলপ্রপাত দেখলে এর পানির ধারার সাথে আমার ভেসে যেতে বড্ড ইচ্ছে করে। একটুও রিস্কি মনে হয়না জানিস। অদ্ভুত একটা অনুভূতি। ভাল লাগল তোর লেখা আর ছবিগুলো।
ReplyDeletehmmmmmmmmmm bhalo achi besto achi bote...tobe job nei tai koshte achi....onek koshto....job nai bole kangal obostha amar. janish na protidin kibhabe job kujhe jachi ami...uff osojjo lage amar....
ReplyDelete