Tuesday, May 12, 2009

অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর

একটা গল্প বই পড়ছিলাম নাম হল "লারা" সেলিনা হোসেনের লিখা। মা এবং মেয়ের গল্প, খুব ভাল লাগছে পড়তে পড়তে কবির একটি কবিতা চোখে পড়ল। আর নেটে সার্চ করে বের করলাম পরের লাইন গুলি। খুবি কঠিন একটি কবিতা। অনেক ধন্যবাদ প্রথমত লারা কে যদিও উনি আমাদের মাঝে নেই তারপরো আছে। আর জানাই ধন্যবাদ যিনি এই কবিতা অনলাইনে পোষ্ট করেছে।

রবীন্দ্রনাথ ঠাকুর - মানবতাবাদী কবিতা

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।

শিলাইদহ
২৭ অগ্রাহায়ণ ১৩১৪
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৫

Friday, May 08, 2009

ক্যারাম বোর্ড খেলা - Carrom Board


অনেক বছর পর ক্যারাম বোর্ড খেল্লাম ভাইয়ার সাথে। কি যে ভালো লাগলো তা ভাষায় প্রকাশ করা যাবেনা। সব চেয়ে বড় কথা হল আমি সব ভুলে গিয়েছি কিভাবে কি খেলতে হবে সিউর করে মারতে হবে। উফ প্রথম বার খেলতে যেয়ে হিমসিম খেয়ে যাই। এরপর সব ঠিক। যদিও হাত এর তাল ঠিক ছিলনা। প্রথমে ভাইয়া আমাকে গেম দিল। আমার ছিল ২৩ ভাইয়া ২৯ গেম দেই। এরপর আসে আমার পালা। হাহাহা আমি চিন্তাও করতে পারিনা ভাইয়াকে গেম দিব। দিলাম !!!! হুররররররে উনার ছিল ২৮ আমারো ২৮। এখন এমন সময় কিভাবে যে খেলতে হয় ... টেনসন আল্লাহ। একটু এদিক ওদিক হলেই গেম। আমার অবস্থা খারাপ হয়ে যাই। এদিকে ভাইয়া বলে যাই এইবার মিনা দিবে আমাকে গেম। বুঝেছি বুঝেছি...আমি রেগে বেগে লাল হয়ে যাই না ভুল বললাম লাল হব কেমনে বাদামী হয়ে যাই। তো রেড আমার পাল্লাই আর ভাইয়ার এক্তা গুটি হিহিহিহি...কি যে আনন্দ আমার...কি আনন্দ আকাশে বাতাশে। অরে গেম দিয়ে কি য্এ শান্তি। ওমা ভাবলাম খেলা শেষ। কিন্তু ও আবার শুরু করে। পরপর আরো দুটো খেলাম গেম ভাইয়ার কাছ থেকে এক্তা নীলে আর একটা খেলাম চারে। হুম, যা যা তারপরো পারলাম একবার গেম দিতে। ভাইয়ারা প্রায় খেলে। তাহলে শুধু আমার খাওয়ার কথা দেয়ার নই। হিহিহি ক্রেডিট নিচ্ছি। যাক সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত খেলা চলে এরপর ভাবীর হাতের মজার রান্না খেলাম তাও আমার পছন্দের আকনি বিরয়ানী হুম্মম্মম্মম মজাই মজা!!! এখন ভালো ঘুম হবে...পরে কথা হবে ব্লগ আজ এইটুকুই...

শুভ রাত্রি!!!

Saturday, May 02, 2009

Shokal Ashena - Antaheen - Shreya

Movie - Antaheen
Singer - Shreya Ghoshal
======================================
shokal ashena, aaina hashena
janla khola megh, shei bhalobashena
na kichu bhabina, rodh elo kina
snaner jole gaan, ami na tumi na
diner pakhira, chuyeche dana
rater pori aai, bhul thikana

shokal ashena, aaina hashena
ekla khola boi, shei bhalobashena

jagena jagena tar chokh
jagena jagena tar chokh
deke deya tuku amar hok
ochena ei obelai

jagena jagena tar chokh
jagena jagena tar chokh
deke deya tuku amar hok
ochena ei obelai

diner pakhira, chuyeche dana
rater pori aai, bhul thikana

godhuli bhanga gaan, ami na tumi na
shokal ashena, aaina hashena
ekla khola boi, shei bhalobashena
====================================



Gantir shobdo jodi bhul likhe thaki shuddho kore dile bhalo lagbe....dhonnobad...