Tuesday, May 12, 2009

অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর

একটা গল্প বই পড়ছিলাম নাম হল "লারা" সেলিনা হোসেনের লিখা। মা এবং মেয়ের গল্প, খুব ভাল লাগছে পড়তে পড়তে কবির একটি কবিতা চোখে পড়ল। আর নেটে সার্চ করে বের করলাম পরের লাইন গুলি। খুবি কঠিন একটি কবিতা। অনেক ধন্যবাদ প্রথমত লারা কে যদিও উনি আমাদের মাঝে নেই তারপরো আছে। আর জানাই ধন্যবাদ যিনি এই কবিতা অনলাইনে পোষ্ট করেছে।

রবীন্দ্রনাথ ঠাকুর - মানবতাবাদী কবিতা

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।

শিলাইদহ
২৭ অগ্রাহায়ণ ১৩১৪
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৫

8 comments:

  1. Kobita-ti ekhane share korechhen dekhe bhalo laglo. Bhalo thakben.

    ReplyDelete
  2. Apnake onek dhonnobad permission granted korar jonno :) apnio bhalo thakben onek bhalo.

    ReplyDelete
  3. আপু, যতটুকু জানি, লারা বইটা গল্প না। ওনার মেয়ে ফারিয়া লারা আর ওনার নিজের কথা।

    ReplyDelete
  4. আপু, যতটুকু জানি, লারা বইটা গল্প না। ওনার মেয়ে ফারিয়া লারা আর ওনার নিজের কথা।

    ReplyDelete
  5. he apu thik bolecho...kintu okhane nijeder likha golpo o chilo ja lara apu sesh korte pareni. kichudin age boi ta pore sesh korlam. touched!!

    ReplyDelete
  6. খুব খুব খবই ভালো লাগলো
    আমাদের সাইটে আশার আনুরোধ রইলো...
    bengali poem

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!