সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা...
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রানে পাগল করে--
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কি দেখেছি মধুর হাসি।।
কি শোভা কি ছায়া গো,
কি স্নেহ কি মায়া গো--
কি আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো--
মরি হায়, হায় রে
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।
আমার সোনার বাংলা, আমি তোমাই ভালোবাসি...
http://www.youtube.com/watch?v=maHFox5_XxY
ReplyDeletenice hoiche video ta
ReplyDeletethank u
ReplyDeletehttp://i.min.us/idU7mQ.png
ভালো লাগলো
ReplyDeleteভালো লাগলো, কিন্তু অনেক দিন যাবত আপনার নতুন কোন পোস্ট পাচ্ছি না, কোন কারণে ব্যস্ত?
ReplyDelete