Wednesday, October 19, 2011

কেমন আছেন সবাই?



ছবি:নেট থেকে...

সব বন্ধুদের নীল দিগন্ত শরৎ এর ধব ধবে সাদা কাশবনের শুভেচ্ছা...

অনেকদিন পর ব্লগে পোস্ট করতে এলাম। কেমন আছেন সবাই? খুবি দুঃখিত আমি অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি। অনেক দূরে ছিলাম সব কিছু থেকে। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগিন করার। খুব মিস করেছি আপনাদের এবং আমার এই সুন্দর ব্লগটিকে। হাত নিসপিস করত লেখার জন্য। নিজের ডায়রিতে লিখেছি ঠিকি, কিন্তু কখন সময় করে ব্লগে পোস্ট করা হয়নি অলসতার কারনে। 

আপনারা সবাই ভালো আছেন ?

6 comments:

  1. ফেরে এসেছিস এটাই আসল, আশা করি continue করবি।

    ReplyDelete
  2. ফিরে আসার মধ্যে তেমন নিপুণতা থাকলেই হল। ব্লগ এগিয়ে চলুক।

    ReplyDelete
  3. ফিরে এসেছেন শুনে ভাল লাগল................আশা করি আবার আপনাকে নিয়মিত পাব.......ভাল থাকুন..............এই শুভ কামনা.......

    ReplyDelete
  4. মিনাদিদি ... ভালো আছেন? খুব ভালো লাগলো ফিরে এসেছেন দেখে ... আজকাল আমারও আর নিয়মিত লেখালিখি করা হয়না, ব্লগেও না, ডায়রিতেও না ... দেখি নিশ্চয়ই হবে আস্তে আস্তে!
    আবার শুরু করুন! ফোড়ন কাটার জন্য আমরা আছি-ই!

    ReplyDelete
  5. অনেক দিন আসলে ঠিকমত বসা হয়না। কিছু লিখতে বসলে আজকাল খুব খারাপ লাগে। কেন যেন হয়ে যাই আমি। তাই কিছুদিন অন্যদের ব্লগ পড়ে কাটিয়ে দিলাম। অনেক ধন্যবাদ :) আপনি ভালো আছেন?

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!