Sunday, March 25, 2012

বসন্তের ফল বরই

আমার অতী পচ্ছন্দের বসন্তের ফল বরই এসেছে আমার দুয়ারে। হাহাহাহা, আমি কি যে খুশী। ফ্লোরিডায় ফোন দিলে মা বলে বরই খাচ্ছি। আহা আমি শুধু ছবি দেখি। দু' দেশের ফল আদান প্রদান করার নিয়ম নেই। কঠিন ভাবে নিষেদ। আমি একবার আমার বান্ধবী কে ফ্লোরিডা থেকে পাঠাতে যেয়ে অনেক ভেজালে পড়েছিলাম, শেষে পেয়েছিল অনেকদিন পর, কিন্তু পাকা। আম্মু এইবার একবার সুযোগ নিল রাতারাতি পাঠানোর। গেলে গেল, না হলে ফেলে দিবে কি আর করা এই অনুমানে দিয়ে দিল। তারপর ও আম্মু মন কে বুঝ দিবে যে মেয়ের জন্য একবার চেষ্টা করেছি।







আমাকে গতকাল ফোন দিয়ে বলে যে পারলনা পাঠাতে মনে যেন কষ্ট না নি। আমিও আম্মাকে বুঝ দিলাম যে না মা আমি মোটেও মন খারাপ করিনি।

আজ দুপুরে ধুম ধুম দরজাই ধাক্কা। আমি ভয় পেলাম, আর সংকোচ, এমন ভাবে কেউ এখন পর্যন্ত দরজায় ধাক্কা দেইনি। যাই হোক, দরজার ফুটো দিয়ে দেখতে পাই একজন ফেডেক্স এর কর্মি। বলে আমি প্যাকেটি চাই কিনা? দরজা না খুলে জিজ্ঞেস করি কোথা থেকে এসেছে? উত্তর শুনে অবাক হলাম। তারপর সাইন করে প্যাকেট নিয়ে খুলতে খুলতে মনে হল মা আমার জন্য বরই পাঠিয়েছে এবং আমাকে চমকিয়ে দেয়ার জন্য বলেনি । প্যাকেট খুলে চিৎকার দিয়ে উঠলাম বরই!!!। অনেক বরই পাঠিয়েছে। দুটো গাছে দু' রকম স্বাদের বরই। খুলেই একটি ধুয়ে মুখে দিলাম আহ! অমৃত! আর মা'কে ফোন দিয়ে সেই কি আনন্দের চিৎকার আমার। মা'রে তুমি সত্যি অনন্য, তোমার দ্বারা সব কিছু সম্ভব।



এখন বরই খাচ্ছি তেতুলের চাটনি দিয়ে। আম্মু শিখেয়েছিল মজার ঝাল ঝাল চাটনি আর বরই। কে কে খাবে হাত তুলো।

Thursday, March 22, 2012

অভিনন্দন বাংলাদেশ টাইগার

প্রথমে আমি দাঁড়িয়ে আমাদের টাইগারদের অভিনন্দন জানাচ্ছি। আজ যদি দেশে থাকতাম তাহলে অবশ্যয় সেলুট এবং মিছিল দিয়ে অভিনন্দন জানাতাম। ফুলের মালা নিয়ে টাইগারদের পড়িয়ে দিতাম। দুর্দান্ত এসিয়া কাপ খেলেছে টাইগার। কেউ কল্পনা করেনি এসিয়া কাপ খেলবে বাংলাদেশ টাইগার। টাইগার ইতিহাস রটিয়েছে। এইত শুরু। টার্গেট বিশ্বকাপ।

দেশে বিদেশে ১৬ কোটি বাংলাদেশী আজ একত্র হয়েছিল শুধুমাত্র একটি আশা নিয়ে। আজকে সেই ১৬ কোটি প্রতিতি মানুষের চোখে পানি, এবং সবার মুখে একি কথা, এত কাছাকাছি স্কোর করে টাইগার হেরে জাইনি শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করেছে। এমন টিম স্প্রিট থাকলে অবশ্যয় বিশ্বকাপ আমাদের হবে। সবে তো শুরু। আমরা তোমাদের ভালবাশি। আজ তোমরা দেশে এবং বিদেশে সবাইকে দেশের প্রতি ভালোবাশার টান জাগিয়ে দিলে। শাবাশ টাইগার!!!


আমরা টাইগারদের চোখে অশ্রু চাইনা। আমরা করব জয় একদিন। সেইদিন অবশ্যয় আসবে।


তোমাদের জন্য শুভ কামনা। তোমাদের পাশে সব সময় আছি এবং থাকব।