প্রথমে আমি দাঁড়িয়ে আমাদের টাইগারদের অভিনন্দন জানাচ্ছি। আজ যদি দেশে থাকতাম তাহলে অবশ্যয় সেলুট এবং মিছিল দিয়ে অভিনন্দন জানাতাম। ফুলের মালা নিয়ে টাইগারদের পড়িয়ে দিতাম। দুর্দান্ত এসিয়া কাপ খেলেছে টাইগার। কেউ কল্পনা করেনি এসিয়া কাপ খেলবে বাংলাদেশ টাইগার। টাইগার ইতিহাস রটিয়েছে। এইত শুরু। টার্গেট বিশ্বকাপ।
দেশে বিদেশে ১৬ কোটি বাংলাদেশী আজ একত্র হয়েছিল শুধুমাত্র একটি আশা নিয়ে। আজকে সেই ১৬ কোটি প্রতিতি মানুষের চোখে পানি, এবং সবার মুখে একি কথা, এত কাছাকাছি স্কোর করে টাইগার হেরে জাইনি শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করেছে। এমন টিম স্প্রিট থাকলে অবশ্যয় বিশ্বকাপ আমাদের হবে। সবে তো শুরু। আমরা তোমাদের ভালবাশি। আজ তোমরা দেশে এবং বিদেশে সবাইকে দেশের প্রতি ভালোবাশার টান জাগিয়ে দিলে। শাবাশ টাইগার!!!
দেশে বিদেশে ১৬ কোটি বাংলাদেশী আজ একত্র হয়েছিল শুধুমাত্র একটি আশা নিয়ে। আজকে সেই ১৬ কোটি প্রতিতি মানুষের চোখে পানি, এবং সবার মুখে একি কথা, এত কাছাকাছি স্কোর করে টাইগার হেরে জাইনি শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করেছে। এমন টিম স্প্রিট থাকলে অবশ্যয় বিশ্বকাপ আমাদের হবে। সবে তো শুরু। আমরা তোমাদের ভালবাশি। আজ তোমরা দেশে এবং বিদেশে সবাইকে দেশের প্রতি ভালোবাশার টান জাগিয়ে দিলে। শাবাশ টাইগার!!!
আমরা টাইগারদের চোখে অশ্রু চাইনা। আমরা করব জয় একদিন। সেইদিন অবশ্যয় আসবে।
তোমাদের জন্য শুভ কামনা। তোমাদের পাশে সব সময় আছি এবং থাকব।
No comments:
Post a Comment
নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!