Thursday, July 20, 2017

কিছু মধুর ভুলগুলি

আমরা সবাই ভুল করি। ভুল করে শিখি। ভুল করে নিজেকে বুঝ দেয়ার চেষ্টা করি। ইশ! ভুল হয়ে গেল, এই ভুল আর করা যাবেনা। আমি আমার জীবনের ভুলগুলোর থেকে অনেক কিছু শিখেছিকথায় আছে, তারাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী যারা ভুল থেকে শিখে। অনেক সময় একি ভুল দু'বার করলে তখন নিজেকে ক্ষমা করতে পারিনা। 

আবার কিছু ভুল হয় মধুর। যেন মনে হয় সেই ভুলগুলি করা দরকার ছিল।



-  

1 comment:

  1. ভালো লাগলো, ফিরে এসেছিস দেখে।

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!