কবি: অজানা
আবৃত্তিকার: অজানা
photocredit
একা একা ভালবেসে এইভাবে বেড়ে যাই পাপ
তুমি কোনদিন দেখবেনা, তার দুঃখ অনুস্তাপ
কোন কোন মাঝ রাতে বৃষ্টি হবে, সে তখন তোমাকে পাবেনা
বৃষ্টি যেমন ক্রমান্বয় প্রিথিবীর বস্ত্র হরণ করে,
টানে টানে খসে যাই আবরণ, পরে থাকে বিশুদ্ধ যৌবন
ঠিক সেই ভাবে বস্ত্র হরণ করেও, সে তোমাকে পাবেনা
কোন কোন দুপুরে নীল আকাশে ভেসে যাবে একা চীল, সে তখন তোমাকে পাবেনা
আকাশের মত বিস্তৃত করেও, সে তোমাকে পাবেনা
সে তোমার ঠোঁট ছুবে, স্তনাক্র তোমার চিবুক, তবু মাঝ রাতে বৃষ্টি হলে তুমি তার হবেনা
তোমার পুরুষ সে তো জানেনা, মাঝ রাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও
কে তোমায় বাজাই তখন, কার কন্ঠে গান গাই একান্তের স্মৃতি
কোন সে হাত এসে সিতী কাটে তোমার চুলে, তোমাকে সয্যা থেকে তুলে নেই
তোমাকে তোমার শরীর থেকে তুলে নেই, কোন সেই পুরুষ
তোমার পুরুষ সে তো জানেনা, বোঝেনা, মাঝ রাতে বৃষ্টি্র অর্থ
জানেনা নির্জন করীডোরে নতজানু এক নীঃসংগ যুবক,
তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল, তোমার চমকিত চোখে বরীষন দেখেছে সে
বলেছিল তোমার নিজঃস্ব পুরুষ সে তো জানেনা, নিজঃস্ব ছাড়িয়ে আরো কিছু থাকে
http://www.youtube.com/watch?v=mcZRV2cfAio
Monday, November 24, 2008
Wednesday, November 05, 2008
যদি ভালবাসা পাই
যদি ভালবাসা পাই
কবিঃ রফিক আজাদ
আবৃত্তিঃ মহীদুল ইলসাম ও শারমীন লাকি
কবিঃ রফিক আজাদ
আবৃত্তিঃ মহীদুল ইলসাম ও শারমীন লাকি
photocredit
যদি ভালবাসা পাই
আবার শুধরে নিব জীবনের ভুল গুলি
যদি ভালবাসা পাই
ব্যাপক দীর্ঘ পথে তুলে নিব ঝুলা ঝুলি
যদি ভালবাসা পাই
শীতের রাতের শেষে মকমল দিন পাব
যদি ভালবাসা পাই
পাহার ডিঙ্গাব আর সমুদ্র সাঁতরাব
যদি ভালবাসা পাই
আমার আকাশ হবে ধ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই
জীবনে আমিও পাব মধ্য অন্তমিল
http://www.youtube.com/watch?v=lY_c224FLtM
Positive - A Short Film by Farhan Akhtar
Positive - A Movie by Farhan Akhtar
http://www.youtube.com/watch?v=7u5nV7nz9_w&feature=related
http://www.youtube.com/watch?v=7u5nV7nz9_w&feature=related
Sunday, November 02, 2008
ঘনাগম - ঘনাত্যয়
বাংলা মাস কার্তিক আর কাল হলো হেমন্ত। আমরা কত সহজে চাল পেয়ে যাই। এই চালের পেছনে কত কষ্ট, আনন্দ মেখে থাকে তা একমাত্র একজন কৃষক বলতে পারবে। আমন ধান কাটার সময় এল। এই ধান কে চাউলে কত কিছু করে পরিনত করতে হই। পাকা ধানে মই দিতে হয়। এরপর শুরু হই ধান কাটা, সেটা কাড়ানো, আবার ভাঙ্গা, ঝেড়ে আলাদা করা, মাড়া দেয়া মানে ধান কে চাউল থেকে আলাদা করা, রোয়া। কৃষকের মুখে হাসির আলোরন। নবান্নের আনন্দ উৎসবে ছড়িয়ে পরছে।
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
orlendo pothe...08
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুরিয়ে দিয়ে জ্বালা
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুরিয়ে দিয়ে জ্বালা
কিছু কথা হাওয়ার বুকে
কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির খেয়ালে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে......................
দিন ছিলো সব বাধন হারা
ঘুর্ণি ছিলো মনে
প্রথম দেখা বর্ষা এলো মেঘের আলাপনে.............
মনের ভাষা সেদিন যখন মুখের ভাষা হোলো
পা বাড়াতেই আমার শহর ভীষণ এলোমেলো
হারালো সেই রাঙা বিকেল পথের বাঁকের শেষে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে
শান্ত দুপুর নিঝুম শহর
বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর গভীর সরোবর
এই কি সুখ ভালোবাসার
একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া আরাল করে রাখা
আরাল ভেঙে ভিরের মাঝে সবি গেলো মিশে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে................
গানটা আগেও অনেক বার শুনেছিলাম। কিন্তু সব সময় গায়তাম, "তিন কন্যা ঘুমাও বিদেশে" আজকে প্রথম জানতে পারলাম "তিন কন্যা' নই "হিম কন্যা"। খুবি হাসি পাচ্ছে। গানের ভাষা লিখিত ভাবে প্রকাশ করার জন্য মিট্টু তোকে অনেক ধন্যবাদ। গানটা আবার নতুন করে শুনছি।
|
Subscribe to:
Posts (Atom)