Sunday, November 02, 2008

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা

Photobucket
orlendo pothe...08

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুরিয়ে দিয়ে জ্বালা

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুরিয়ে দিয়ে জ্বালা

কিছু কথা হাওয়ার বুকে
কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির খেয়ালে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে......................

দিন ছিলো সব বাধন হারা
ঘুর্ণি ছিলো মনে
প্রথম দেখা বর্ষা এলো মেঘের আলাপনে.............

মনের ভাষা সেদিন যখন মুখের ভাষা হোলো
পা বাড়াতেই আমার শহর ভীষণ এলোমেলো
হারালো সেই রাঙা বিকেল পথের বাঁকের শেষে

আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে

শান্ত দুপুর নিঝুম শহর
বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর গভীর সরোবর
এই কি সুখ ভালোবাসার
একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া আরাল করে রাখা
আরাল ভেঙে ভিরের মাঝে সবি গেলো মিশে

আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে................

গানটা আগেও অনেক বার শুনেছিলাম। কিন্তু সব সময় গায়তাম, "তিন কন্যা ঘুমাও বিদেশে" আজকে প্রথম জানতে পারলাম "তিন কন্যা' নই "হিম কন্যা"। খুবি হাসি পাচ্ছে। গানের ভাষা লিখিত ভাবে প্রকাশ করার জন্য মিট্টু তোকে অনেক ধন্যবাদ। গানটা আবার নতুন করে শুনছি।


Get this widget | Track details | eSnips Social DNA


5 comments:

  1. তুই গাইয়া রেকর্ড কইরা দে, আমরা শুনতাম চাই !!

    ReplyDelete
  2. আপনার এখানে আসি নতুন নতুন গান শুনতে ;) যেমন এই গানটা জীবনে প্রথম শুনলাম। এবং শুনে অভিভূত। ...কিন্তু সমস্যা একটাই ডাউনলোড করতে পারিনা! ;(
    আপনার ইমেইল এড্রেস ও জানিনা যে মেইল করে গান সেন্ড করতে রিকোয়েস্ট করবো। যেমন এই গানটা। ... আমার ইমেইল এড্রেস- farjanamahbuba@gmail.com

    ReplyDelete
  3. Gaaner kotha gulo onek shundor... kotha thekeje tui khuje pash eto chomotkar gaan gulo ke jane...:)
    Farzana'r moto amio ei prothom shunlam gaanti..:)

    ReplyDelete
  4. toxi toke gaan ta pathalam check korish.

    jajabor apuni, khubi dukkhito onek deri kore uttor deyar jonno. ami obosshoi apnake email kore dibo gaanta. amar bhalo laglo jene je gaan apnaro bhalo legeche.

    muni'di khubi anondito tomader comments pore. jak tomra tahole pochondo korle...etei ami khushi. ganer kotha gulo amar ridoy chuye jai :)

    ReplyDelete
  5. ওয়াও!!!!!!!!!!! অদ্ভূত সুন্দর!!!!!!! :-((

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!