কবিঃ রফিক আজাদ
আবৃত্তিঃ মহীদুল ইলসাম ও শারমীন লাকি
photocredit
যদি ভালবাসা পাই
আবার শুধরে নিব জীবনের ভুল গুলি
যদি ভালবাসা পাই
ব্যাপক দীর্ঘ পথে তুলে নিব ঝুলা ঝুলি
যদি ভালবাসা পাই
শীতের রাতের শেষে মকমল দিন পাব
যদি ভালবাসা পাই
পাহার ডিঙ্গাব আর সমুদ্র সাঁতরাব
যদি ভালবাসা পাই
আমার আকাশ হবে ধ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই
জীবনে আমিও পাব মধ্য অন্তমিল
http://www.youtube.com/watch?v=lY_c224FLtM
ইহা অত্যন্ত উৎকৃষ্ট মানের বানী সংবলিত ততোৎকৃষ্ট কবিতা... ধন্য(না)বাদ মিনুস
ReplyDeleteশাকিল ভাই বাংলায় কথা বলেন।
ReplyDeleteভাই রিটন, তোমার বোঝার ভুল? নাকি ইন্টারনেট ও বাংলার সংঘর্ষ? আমি তো বাংলায়ই লিখছি!!!
ReplyDeleteami khubi dhukkhito bujhte parlam na tomar likha shakil da. bujhau
ReplyDelete