আমরা গান, কবিতা শুনি...বৃষ্টির রিমঝিম শব্দ শুনি? অবশ্যয় শুনি! যেটাই শুনিনা কেন, তার প্রতিটি শব্দে, ছন্ধে নিজের মনের ভাব, আবেগ এবং ভালবাসা প্রকাশ করি। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। চল আজ করি বৃষ্টির স্নান...
বৃষ্টির মানে সবার কাছে অন্যরকম। বৃষ্টি মানে আমার কাছে আনন্দ, কষ্ট, উল্লাস, গান, কবিতা, ছন্দ, একাকিত্ত, ব্লগ, প্রকৃতি, ওঁ, তাল, উত্তাল, মাতাল, হাসি আরো অনেক অনেক অনেক কিছু যাহা হাজারো বিশেষন ব্যাবহার করলেও ফুরাবেনা...আমার অনেক ভালো লাগা একটা কবিতা, আমার মনে বৃষ্টির ছন্দ তুলে...তাইতো নিজ মনে লিখে যাই আমার ব্লগে বৃষ্টির জয়গান...
প্রাগা আপুনি তোমাকে অনেক ধন্যবাদ।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি...কেন? কবিতা শুনে বুঝার কথা...
বৃষ্টি মানে
কবিঃ মোফাজ্জেল করিম
আবৃত্তিঃ শিমুল মোস্তফা
বৃষ্টি মানে বুকের ভেতর ঘর্ষিত মাঠ
উলট পালট হালট টালট উপছে ওঠার ভরা কটাল
বৃষ্টি মানে শষ্য ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন
বৃষ্টি মানে শুভ্র তনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ
অষ্টপ্রহর পলক বিহীন দেখছি কেবল দেখছি কেবল
বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ
বৃষ্টি মানে নষ্ট পেঁচেক টেব গরিয়ে অথয় পুকুর দুঃখ বিলাস
কখনো বা দুঃখ ঝরে টাপুস টুপুস ভীষন গোপন
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর
"বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ
ReplyDeleteবৃষ্টি মানে নষ্ট পেঁচেক টেব গরিয়ে অথয় পুকুর দুঃখ বিলাস"
line gulo besh valo legeche..
Nishi'di khub bhalo laglo tumi blog-e eshe comment korle. Thank you di.
ReplyDelete