অঙ্গনা - অন্যান্য |
Written by অংগনা রিপোর্টার |
বৃষ্টি বিলাসীনী “মেঘলা মেঘের দেশে বৃষ্টি হয়ে পড়ি শেষে!” http://brishtibilashini.blogspot.com/ "কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা….. মনে মনে….. মেলে দিলাম গানের সুরে এই ডানা।"
এই ব্লগটিতে গেলে প্রথমেই আপনার মন কেড়ে নেবে ব্লগটির পুরো পাতা জুড়ে ঝির ঝির বৃষ্টির অবিরাম ছন্দপতনের দৃশ্য। ব্লগার নিজে ওয়েব ডেভেলপার, থাকেন এমেরিকার ফ্লোরিডায়। ব্লগ প্রোফাইলে গেলেই দেখা মিলবে ব্লগারের প্রিয় কিছু মুভি এবং বইয়ের নাম। যার মধ্যে মাটির ময়না, চামেলী, রবিন্দ্রনাথ ঠাকুর, জাহানারা ইমাম অন্যতম। ২০০৫ সাল থেকে ব্লগ সাল থেকে নিয়মিত সমৃদ্ধ হয়ে চলছে ব্লগটি। ব্লগের এক পাশে দেখা মিলবে ব্লগারের প্রিয় অন্যান্য ব্লগারদের লিষ্ট।
ব্লগটির অধিকাংশ লেখাই চলচ্চিত্র নিয়ে। নিজের দেখা, ভাল লাগা চলচ্চিত্রগুলোকে তিনি অপূর্ব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন সুদৃশ্য ব্লগটিতে। যে সকল চলচ্চিত্র তার খুব ভাল লেগেছে এবং বিশ্লেষণ করেছেন তার মধ্যে “অন্তহীন”, কাঁটাতার, “A Peck of the Cheek” উল্লেখযোগ্য। তবে শুধুই চলচ্চিত্রের একগাদা বিশ্লেষণই নয়, এর পাশাপাশি বিভিন্ন ধরনের, বিভিন্ন ধাঁচের অন্যান্য লেখার সমাহারও লক্ষণীয়। যেমন- দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তার নিজস্ব মতামত দিয়ে লেখা- “বাংলাদেশের বাজেটের কথা ২০০৯ - প্রফেসর হান্নানা বেগম”,”Dhaka Medical College - A ward boy doing Operation Recmd by Doctor in Bangladesh!!”। এদেশের নারী সমাজের বিভিন্ন সীমাবদ্ধতার কথকথা নিয়ে লেখা- “কর্তৃত্ব গ্রহণ কর - শিমুল মোস্তফা কবিতা”, “নারী জীবন প্রজেক্ট”। প্রকৃতির প্রতি তার অগাধ ভালবাসা এবং এই প্রকৃতিরই বিভিন্ন উপাদানের সোন্দর্য দেখে মুগ্ধ হয়ে লেখা- “ষঢ়ঋতুর বর্ষা আমার প্রিয় ঋতু”, “নির্ঝর, ঝরনা, জলোচ্ছ্বাস, ঝর্ঝরিত...”, “ঝড়ো বাতাসে শিমূল তুলো উড়ে”। নিজের পরিবারের স্মরণীয় সুখ-দুঃখের কাহিনী নিয়ে লেখা- “অন্তর্দেশে একটি কল”, “আমার আব্বু আবার অসুস্থ হয়ে গেল”, “ক্যারাম বোর্ড খেলা”, “শুভ জন্মদিন মিনা-১/৬/২০০৯”, “গায়ে হলুদ”। নিজের রক্তদানের তিক্ত অভিজ্ঞতা নিয়ে লেখা- “রক্তের বিনিময়ে খাদ্য”।
ব্লগটির নিয়মিত আপডেট, রকমারী লেখার সমাহার এবং সুদৃশ্য সজ্জ্বা মিলিয়ে ব্লগটি প্রথম দেখাতেই ভাল লেগে যাওয়ার মত।
(ছবি কৃতজ্ঞতায়- বৃষ্টি বিলাসীনী ব্লগ) ======================== খুবি অবাক হলাম। চমৎকার করে বর্ণনা করেছেন আমার ব্লগের। অনেক ধন্যবাদ। |
Thursday, July 30, 2009
আমার ব্লগের রিভিউ by অংগনা রিপোর্টার - অনেক ধন্যবাদ rtnn.net
Tuesday, July 28, 2009
তিক্ত অভিজ্ঞতা - কানাডা আমায় উপহার দিল তিনটে টিকেট...
প্রথমটা, রাতের তিনটা বাজে আমরা মানে রাহাত এর বন্ধু, এবং বউ...আর আমরা বের হয়েছিলাম লং ড্রায়ভ করার জন্য। আমার জামাই খুবি ক্লান্ত ছিল বলে আমি করি। আর করতে করতে চলে যাই অনেক দূরে একটা সহরে। চারটা জানালা নামানো, সানরুফ খোলা প্রচন্ড বাতাস আর গানের সুরের মধ্যে আমিও হারিয়ে গিয়েছিলাম গাড়ি চালাতে চালাতে। খুব ভালো লাগছিল। দুটো ছেলে পেছনে আর আমরা দু'টো মেয়ে সামনে। একটা অজানা শহরে চলে গিয়েছিলাম নাম আবিস্কার করলে পরে জানতে পারলাম "মারখাম - Markham" টানা দু'ঘন্টা পথ। খুবি সুন্দর শহর। আশে পাশে বাড়ি দেখতে দেখতে সবাই বলে উঠল ঠিক আছে এবার ফিরে চল। আসার পথে রাহাত আমাকে জিজ্ঞেস করল ও চালাবে কিনা? আমি না করে চালাতে থাকি। হঠাৎ করে গিঞ্জি মারখা একটা কর্ণার থেকে আওয়াজ দিয়ে লাইট জ্বালিয়ে সামনে এসে পড়ল। রাহাতের মুখ শুকিয়ে যাই। সবাই কথা বলা শুরু করল যে ইন্সুরেন্স বেড়ে যাবে। রাহাত ও টিকেট খাবে। আমি চুপ। অফিসার এসে কোন কিছু শুনতে চাইল না। লাইসেন্স নিল আর টিকেট দিল। হাস্যকর। তবে টিকেট পাওয়ার পর আমি জিজ্ঞেস করি রাহাতের কোন ক্ষতি হবে কিনা। অফিসার জানালো ওর গাড়ি অথবা ইন্সুরেন্স এর কোন ক্ষতি হবেনা। অফিসার চলে যাই যাওয়ার সময় বলে গেল ড্রাইভ সেফলি। এরপর আবারো আমি চালিয়ে বাসায় পোঁছায়। তিক্ত অভিজ্ঞতা।
দ্বিতীয়টা, বিকেলে জামাইকে নিয়ে আসার পথে দেখি ডান পাশে ক্যামরা বসিয়ে অফিসার অনেক গাড়িকে থামাচ্ছে, আমাকেও। বেচারা রাহাত এর চেহেরা মলীন হয়ে যাই। আমি খুবি অপমান বোধ করি। অফিসার বলে আমাকে আমি নাকি ৫ কিমি. বেশী চালাচ্চিলাম। মানে ৫০ ছিল আমি ৫৫ কিলোমিটারে ছিলাম। ৫ কিলোমিটার বেশি বলে আমি আর একটা টিকেট খেলাম। টিকেট দিতে দিতে বলে তোমার পে করা না করা কোন পার্থক্য সৃষ্টি করেনা। তারপরো আমাদের কর্তব্য টিকেট দেয়া অন্যায়কে প্রশ্রয় দিতে পারছিনা। উফ আর একটা যোগ হল। কখনো ৫ মাইলে বেসির কারনে আমি টিকেট পাইনি ফ্লোরিডায়। অসহ্য!!! এই কি শুরু হল আমার সাথে একটার পর একটা।
তৃতীয়টা পেলাম একজন ভাইয়াকে নামাতে গেলাম সাবওয়ে স্টেষনে, তখন দেখি লাইট জ্বালিয়ে দিল আমার পিছনে। আমার মাথা আঊট হয়ে গেল কেন কি করলাম আবার? এরপর অফিসার এসে বলে আমাকে "do you know why i stop you?" হে আমি জানলে গাধা এইখানে হতভম্ব হয়ে বসে রইতাম না, গাধা কোথাকার। "no i don't"...অফিসার উত্তর শুনে বলে "well you have stop in wrong place to drop passenger" হাইরে কপাল। ভাইয়া দেখি স্টেষন থেকে বের হয়ে আবার এল আমার কাছে, উনি নিজেকে গালি দেয়া শুরু করে ভাবী আমার উচিৎ হয়নি আপনার কাছ থেকে রাইড নেয়ার। আমি ভাইয়াকে সান্তনা দিচ্ছিলাম আর ভাইয়া আমাকে। এই মধ্যে অফিসার জিজ্ঞেস করল ইন্সুরেন্স এর কপি দিতে। আমি আর ভাইয়া খুঁজতে থাকি। পরে রাহাতকে ফোন করে জানতে পারলাম, ওর কাছে ইন্সুরেন্স এর কপি। কখনো প্রয়জন পরেনি বলে গাড়িতে রাখার তাই রাখেনি। উফ, এখন আরো একটা টিকেট দিবে আমাকে যেহেতু ইন্সুরেন্স নেই। আমি অফিসার এর সাথে অনেক কাঁকুতি মিনতি করি। আমি এখানের নই। আমি জানতাম না এইখানে নিয়ম নেই। এইসব বলার পর অফিসার আমাকে একটা টিকেট দিল কারন ইন্সুরেন্স নেই বলে বাকিটা ক্ষমা করে দিল। কিন্তু এখনো বুঝতে পারলাম কেন ও আমাকে আসলে থামিয়ে ছিল।
সব চেয়ে দুঃখজনক ব্যাপার হল টিনটে টিকেত পেলাম পর পর তিনদিন। যেন আমার পিছনে শনি পরেছিল। কানাডার সব শনি আমার পিছনে এসে মেতেছিল। উফ! আমি ঠিক করেছিলাম পে না করলে চলবে যেহেতু আমি অন্য দেশের বাসিন্দা। কিন্তু আমি ফ্লোরিডায় চলে যাওয়ার পর আমার সীমান্ত পে করে দিয়ে আসল। কারন ও বলছে আগে পরে আমার লাইসেন্স এইখানে আসবে এবং কনবার্ট করার পর ওরা যদি দেখে আমার লাইসেন্স এর মদ্ধে এত দাগ তাহলে অসুবিধে হবে। কি আর করা। তবে কানাডায় খুবি সাবধানে থাকতে হবে শনি এখনো ছাড়েনি আমাকে।
আমাদের সংসার ১০১
Saturday, July 18, 2009
Antaheen - অন্তহীন
Same director of Anuronon Aniruddha Roy Chowdhury
Mita and Shauvik – Married but they don’t love each other
Aparna Sen and Kalyan Roy – they are separated but still loves each other
Rahul’s Unt Sharmila Tagore lives by herself – still she is not alone. She shares some common things with Rahul. She gets close to some unknown caller who would call her numerous times a day.
Rahul Bose – an introvert cop but overly romantic Bengali guy. He starts chatting with someone and comes close to his chat-mate.
Radhika – a journalist with unique identity – She is the Chat-Mate of Rahul. She also works under Aparna Sen at Star Anand
It's about relationship, waiting, distance, love, sharing, compromising, love from being distance...This movie has kept me endless waiting...yet so meaningful...so refresh...Thanks for giving us so beautiful gift Aniruddha dada.
Songs are excellent. I am touched and move by the scene of the songs what a beautifully he has played with human emotions...songs are by Shaan, Shreya, Anindiyo Chattopadhyay, Pranab biswas, Antra Chowdhury, Srikanto & Babul Supriyo
Antaheen...
Shokal Ashena...
Bhindeshi tara...
Jao Pakhi...
Muthor Romal...
Pherari mon...
Some of the dialogue that I have liked from the movie:
Blood is thicker than water
Sometime absence is required to feel a person's presence intensely...
A successful marriage need the ability to compromise
Staying together, things can break
Is there such thing as perfect relationship?
Life is strange
Love is one thing and marriage another...for that at some level you have got to feel needed
Need, Knowing, understanding, adjustment...relationship are so confusing and complex
Your egos has become a mountain, but mountain are not so easy to cross
There is a difference between loner and loneliness
Solitude is attained through years of meditation its hard to achieve
Certain things are difficult to put into words
A wait for right person...
Love indeed is like a sinking ship---just like a captain who love his ship that in a attach he will sink with his ship rather he leave it...
This endless wait is a habit difficult to get rid of it
A poem which have caught my attention to...
--The romance of eternal hope
"his house burnt down by long ago fires
his mind washed away by ravaging floods
still he get stirred by human faces
still he build a goddess from the earth"
Kichu kotha:
"Kache ele tomake chena jaina,
Jahpsha hoye jau
Joto dure jau toto sposhto hoye utho..."
Symbol:
Like the how they have described the kite with life...it caught in the antenna trying to escape from it but can't if it's escape then perhaps you will miss...may be i will...
And the person on the motor bike drinking tea so re-laxly in the rush hour time...
At night when all sleeps I stay awake to be the night star...WOW!!
Wish you success just like Anuronon....
I love it....
Wednesday, July 08, 2009
Monday, July 06, 2009
Myriam faris,Ana vashogh
Because of the absence my eyes dont know the sleep
Not 2 days, not 2 months, not one hundred days
My heart calls you and my soul goes to you
The past makes me stop and Im waiting to see your eyes
Come back to me to see you and the heart will rest
Make me have some rest, my love, from the fire of the passions
Youll find my eyes smiling and singing the joy
And Ill find you my love, missing as I do
Amar Hariye Jaoa
amar hariye jaowa, tumul kalo megh
tor hariye jaowa, kash bone
amar hariye jaowa...
aamr patt hoyeche, chuler shiti r shatt
tor jatre pore ni, dudin ghorer kune
tumul kalo megh...
amar somoe holo onto bihin poth
tor somoe holo nirob jontronar
amar ekla, ekela kebol laage
toke bhir koreche, bicchiri montrona
amar hariye jaowa, tumul kalo megh
tor hariye jaowa, kash bone
amar hariye jaowa...
Thursday, July 02, 2009
Dancing Inmate's Michael Jackson Tribute
A tribute performed by 1,500 CPDRC Inmates on June 27, 2009 in memory of Michael Jackson. Completed in 10 hours after receiving word that the King of Pop passed away. May he always be remembered. "Ben" and "I'll be there" were sung by Michael when he was still younger! "We are the World" was composed and organized by MJ.