Thursday, July 30, 2009

আমার ব্লগের রিভিউ by অংগনা রিপোর্টার - অনেক ধন্যবাদ rtnn.net

অঙ্গনা - অন্যান্য
Written by অংগনা রিপোর্টার

Untitled বৃষ্টি বিলাসীনী

“মেঘলা মেঘের দেশে বৃষ্টি হয়ে পড়ি শেষে!”

http://brishtibilashini.blogspot.com/


"কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..

মনে মনে..

মেলে দিলাম গানের সুরে এই ডানা।"

এই ব্লগটিতে গেলে প্রথমেই আপনার মন কেড়ে নেবে ব্লগটির পুরো পাতা জুড়ে ঝির ঝির বৃষ্টির অবিরাম ছন্দপতনের দৃশ্য। ব্লগার নিজে ওয়েব ডেভেলপার, থাকেন এমেরিকার ফ্লোরিডায়। ব্লগ প্রোফাইলে গেলেই দেখা মিলবে ব্লগারের প্রিয় কিছু মুভি এবং বইয়ের নাম। যার মধ্যে মাটির ময়না, চামেলী, রবিন্দ্রনাথ ঠাকুর, জাহানারা ইমাম অন্যতম। ২০০৫ সাল থেকে ব্লগ সাল থেকে নিয়মিত সমৃদ্ধ হয়ে চলছে ব্লগটি। ব্লগের এক পাশে দেখা মিলবে ব্লগারের প্রিয় অন্যান্য ব্লগারদের লিষ্ট।

ব্লগটির অধিকাংশ লেখাই চলচ্চিত্র নিয়ে। নিজের দেখা, ভাল লাগা চলচ্চিত্রগুলোকে তিনি অপূর্ব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন সুদৃশ্য ব্লগটিতে। যে সকল চলচ্চিত্র তার খুব ভাল লেগেছে এবং বিশ্লেষণ করেছেন তার মধ্যে অন্তহীন, কাঁটাতার, A Peck of the Cheek উল্লেখযোগ্য। তবে শুধুই চলচ্চিত্রের একগাদা বিশ্লেষণই নয়, এর পাশাপাশি বিভিন্ন ধরনের, বিভিন্ন ধাঁচের অন্যান্য লেখার সমাহারও লক্ষণীয়। যেমন- দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তার নিজস্ব মতামত দিয়ে লেখা- বাংলাদেশের বাজেটের কথা ২০০৯ - প্রফেসর হান্নানা বেগম,Dhaka Medical College - A ward boy doing Operation Recmd by Doctor in Bangladesh!!। এদেশের নারী সমাজের বিভিন্ন সীমাবদ্ধতার কথকথা নিয়ে লেখা- কর্তৃত্ব গ্রহণ কর - শিমুল মোস্তফা কবিতা, নারী জীবন প্রজেক্ট। প্রকৃতির প্রতি তার অগাধ ভালবাসা এবং এই প্রকৃতিরই বিভিন্ন উপাদানের সোন্দর্য দেখে মুগ্ধ হয়ে লেখা- ষঢ়ঋতুর বর্ষা আমার প্রিয় ঋতু, নির্ঝর, ঝরনা, জলোচ্ছ্বাস, ঝর্ঝরিত...”, ঝড়ো বাতাসে শিমূল তুলো উড়ে। নিজের পরিবারের স্মরণীয় সুখ-দুঃখের কাহিনী নিয়ে লেখা- অন্তর্দেশে একটি কল, আমার আব্বু আবার অসুস্থ হয়ে গেল, ক্যারাম বোর্ড খেলা, শুভ জন্মদিন মিনা-১/৬/২০০৯, গায়ে হলুদ। নিজের রক্তদানের তিক্ত অভিজ্ঞতা নিয়ে লেখা- রক্তের বিনিময়ে খাদ্য

ব্লগটির নিয়মিত আপডেট, রকমারী লেখার সমাহার এবং সুদৃশ্য সজ্জ্বা মিলিয়ে ব্লগটি প্রথম দেখাতেই ভাল লেগে যাওয়ার মত।

(ছবি কৃতজ্ঞতায়- বৃষ্টি বিলাসীনী ব্লগ)

rtnn.net

========================

খুবি অবাক হলাম। চমৎকার করে বর্ণনা করেছেন আমার ব্লগের। অনেক ধন্যবাদ।

11 comments:

  1. আরো নিয়মিত লিখিস। তুই এতো কম লিখিস ক্যান আজকাল ?

    ReplyDelete
  2. বাহ !!!! অসংখ্য ধন্যবাদ RTNN কে :)

    ReplyDelete
  3. :) besh darun kore likheche.

    ReplyDelete
  4. tox oboshsho thik boleche, apni khub kom likhen!

    ReplyDelete
  5. আরো ভাল, আরো সুন্দর, আরো মন কেড়ে নেয়া লেখা চাই ;)

    ReplyDelete
  6. ফারু এবং তারিকের মন্তব্য পড়িয়া অনুভূত হইতেছে যে উহারা সদ্যই আসমান হইতে অবতরণ করিয়াছে ধরিত্রীপরে।

    ReplyDelete
  7. হা হা হা!!!!! আসমান আবার কি জিনিস গো বাই??? :O ;)

    ReplyDelete
  8. আমি আসলে লিখি আমার খাতায় কিন্তু সময় করে পোষ্ট করতে পারিনা এখানে। অনেক ধন্যবাদ বলার জন্য ফারজু আপুনি, টক্সি বান্দর এবং তারিক ভাইয়া।

    তারিক ভাইয়া আসমান মানে আকাশ।

    ReplyDelete
  9. সময় বের করে পোস্ট করবেন.....

    আরো লেখা চাই।

    ReplyDelete
  10. তোর আলসেমি নিজের পকেটেই রাখ। নিয়মিত লেখা লাগবে কিন্তু, হু !

    ReplyDelete
  11. এই দেখ একসাথে কত কত পোষ্ট দিয়ে দিলাম...

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!