Thursday, January 28, 2010

তুষারপাত নিয়ে কোন রবীন্দ্রসংগীত আছে কি?

ছবিটির আসল দাতা অন্যজন

তুষার পরে রে...
তুষার পড়ে রে?
ভেজা আকাশ ভেজা মাটি
ভেজা পথে আমরা হাঁটি
পা ভিজে যাই রে?
তুষার পরে রে...

না গানটিকে আমি ব্যাঙ্গ করিনি। তবে এই ধরনের কিছু চাইছি।

তুষারপাত নিয়ে কোন রবীন্দ্র সংগীত আছে কি? যেমন আছে বৃষ্টিপাত নিয়ে। লন্ডনে অনেকদিন ছিলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তখন কি উনি লিখেছিল কোন গান? আমার জানা নেই। তাই আমার মিনতি নিয়ে এসেছি। যদি কেউ জেনে থাকেন, দয়া করে আমাকে জানান।
আমার কালেক্সনে পেলামনা। প্রকৃতির গানের সব সিডি বের করে দেখলাম। নাহ! নেই। আজকে ঘুম থেকে উঠে দেখি ভয়ানক তুষার হচ্ছে।
কোন রকমে ক্যামরায় বন্দি করতে পারলাম না। খুব রবীন্দ্রসংগীত শুনতে ইচ্ছে করছে কিন্তু যা চাইছি তা নেই।

10 comments:

  1. আমি জানিনা এই রকম কোন খবর! থাকলে খুব ভালই হত...

    ReplyDelete
  2. mina ami ekhon bd te tai temon kono info dite parlam na, tobe robithakurer ekta kobita achhe tushar niye, nicher limk ta dekh.
    http://i92.photobucket.com/albums/l23/arp0na/2010a/tushar-robi.png

    ReplyDelete
  3. dada reeeeeeeeee ami jantam tomar jana thakbe.

    dada tumi deshe kobe gele? eima ter o pelam na...jai hok bhabi giyeche sathe?

    darun onek onek onek dhonnobad go dada. desh theke firle phone dio. bah tumi ki shundor boi mela jete parbe :(

    ReplyDelete
  4. আরেকটা কবিতা মনে পড়ছে, এই রকম কিছু একটা ছিলো,
    'পাতা ঝরে শুভ্ররেণু ঊড়ে চারিধার,
    বসন্তমুকুল এ কি?অথবা তুষার?
    হৃদয় বিদায় লই এবে তর কাছে,
    বিলম্ব হইয়া গেল, সময় কি আছে?
    শান্ত হ রে, একদিন সুখী হবি তবু,
    মরন সে ভুলে যেতে ভোলে না তো কভু'

    ReplyDelete
  5. Jyotishka দাদা, অনেক ধন্যবাদ আপনাকে।

    এখন আমি গান শুনতে চাইছি। একটা গান পেলাম...শুন্তে চাই...

    ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন,
    তেমনি উঠে এসো এসো
    শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি,
    তেমনি তুমি, এসো এসো
    ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
    যেমন আসে সহসা বিদ্যুৎ,
    তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে--
    এসো তুমি, এসো তুমি এসো এসো
    আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়,
    যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
    তেমনি তুমি এসো, তুমি এসো এসো
    সুদূর হিমগিরির শিখরে
    মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
    প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
    বন্যাধারা যেমন নেমে আসে--
    তেমনি তুমি এসো, তুমি এসো এসো

    =====================

    কোথায় শুনতে পাই?

    ReplyDelete
  6. প্রলাপ পেলাম,

    দেখিব ঊষার পূরব গগনে,
    মেঘের কোলেতে সোনার ছটা।
    তুষার-দর্পণে দেখিছে আনন
    সাঁজের লোহিত জলদ-ঘটা।

    কনক-সোপানে উঠিছে তপন
    ধীরে ধীরে ধীরে উদয়াচলে।
    ছড়িয়ে ছড়িয়ে সোনার বরন,
    তুষারে শিশিরে নদীর জলে।

    ReplyDelete
  7. @ মিনা, বইমেলা উপলক্ষেই আসা, তোমার ভাবীও সাথে আছে।
    ফেরত আসলে অবশ্যি কল করবো।

    ReplyDelete
  8. দাদা, কত কত বই কিনলে? জানাবেনা?

    ReplyDelete
  9. এখানেরি "কবি নীরব"

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!