মাগো শুভ জন্মদিন। তোমার আর আমার জন্মদিন একি মাসে পরল। সেই জন্য তোমার সাথে আমার অনেক মিল। মাগো আমি খুবি গর্ভীত আমি তোমার সন্তান। দু'হাত তুলে দোয়া করি সবার কপালে যেন তোমার মত মা মিলে। আজকে তোমার জন্য কিছু করতে পারিনি। মনটা খুবি খারাপ ছিল। তারপরও চেষ্টা করেছি কিছুটা আনন্দ করতে তোমার সাথে পুরো পরিবার মিলে। আশা করি তোমার ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসি মামনি।
তোমার সন্তান...
No comments:
Post a Comment
নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!