Friday, June 19, 2009

Happy 3rd Monthversary Dear Wife


হুম, আমার বিয়ের দেখতে দেখতে তিনমাস হয়ে গেল? ঘুম থেকে উঠেই দেখি আমার জামাই ইমেইল করল...শুভেচ্ছা জানালো...তিনমাস পুর্ণ হলো। চমৎকার একটা কার্ড পাঠালো। দেখে মনটা ভরে গেল...আমার প্রিয় ফুল দিয়ে সাজানো...আবারো...তোমাকে ও অনেক অনেক শুভেচ্ছা...

2 comments:

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!