Monday, August 10, 2009

ইন্টারনেটে রাজনীতি...ফেসবুক, ব্লগ, টুইটার সমানে হ্যাক

আহারে শান্তি নেই, এখন দেখছি মন খুলে আমার ব্লগ আমি লিখতে পারবনা। কখন কে কি করে বসে? আমাদের পরিচয় গোপন রাখতে হবে? নইলে যে আমাদের পিছনে পরবে...মন খুলে আমার ব্লগে প্রকাশ করতে পারবনা। ভয়ে ভয়ে লিখতে হবে? ফেসবুকে যেতে ভয় করছে। এখানেও রাজনীতি? কি আশ্চর্য? কারো কার্যকলাপ ভালো না লাগলে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে হ্যাক করে বসবে? এইতো ভারি অন্যায়। এই অন্যায় প্রশ্রয় দেয়া মোটেও ঠিক হবেনা। কি করা যেতে পারে? মিছিল করব, ধর্মঘট, বা কারফিউ? ইন্টারনেটে? হাহাহা হাস্যকর ব্যাপার। হাসছি কিন্তু এটাও কি আমরা মেনে নিব অন্যসব অন্যায়ের সাথে? অত্যাচারী অত্যাচার করে যাবে আর আমরা মুখ লুকিয়ে ভয়ে পোষ্ট করব, যাতে করে আমাদের ব্লগ হ্যাক না করে? ফেসবুক কি করা যায়? বন্ধ?

source -Prothom Alo

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আমি ফেসবুক ডি-এক্টিভেট করে দিয়েছি কিছুদিন আগে, তাই এত্তো বিশাল কাহিনী ঘটে গেল টেরই পেলাম না :O

    এখন কি অবস্থা?? ঠিক হয়েছে??

    আমরা আমাদের ব্লগিং চালিয়ে যাব। কর্মব্যস্ত জীবনের ফাঁকে এই ব্লগিং একটু হলেও মনে শান্তি দেয়, ব্লগিং ছাড়া যাবেনা, ছাড়তে পারবনা, ছাড়া সম্ভবও না......

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!