Thursday, August 20, 2009
কাগজের পত্রিকায় দেখা যাবে চলন্ত ঘটনা ও বিজ্ঞাপন!
চিপ যুক্ত ইলেক্ট্রনিক কার্ড দেখেছি। খুব সুন্দর গানের, কথা বলার, মজার জোকের...তবে চিপটা বেশ বড় আকারের এবং ভাড়ী হয়। গানের কার্ড এর পরে এখন কাগজে ভিডিওর পালা। রাহাত নাকি আগেও দেখেছে কাগজে ভিডিও যুক্ত করা হয়েছে চিপটা বুঝা গেছে যদিও। তবে ওটা ছিল টয়োটার ম্যাগাজিন। আর এখন সামান্য এক্তি চিপ লাগিয়ে দেখা যাবে চলন্ত ঘটনা ও বিজ্ঞাপন তাও কাগজের পত্রিকায়। তবে এই চিপ নাকি পুরো কাগজের সাথে মিসে থাকবে। বুঝার ক্ষমতা কম। সময়ের সাথে তাল মিনিয়ে চলছে টেকনোলজি। এইটা যদিও ভালো সংবাদ তারপরও কিছু খারাপ দিক আছে বটে। তবে প্রতি খবর কি সত্যিকারের ভিডিও পোস্ট করবে নাকি সত্যকে চাপা দিবে? দাম নিশ্চয় অনেক বেশি হবে? ৪০ মিনিট অনেক সময়...অধির আগ্রহে অপেক্ষা করছি এই নতুন প্রযুক্তির চিপ যুক্ত কাগজের পত্রিকার জন্য।
Subscribe to:
Post Comments (Atom)
অবিশ্বাস্য!!!!!!! আমিও অপেক্ষার রইলাম......... :-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete