Friday, July 20, 2012

পৌষ-ফাগুনের পালা

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা---
যেমনি আমাদের রবীন্দ্রসংগীত তেমনি এই নাটক। গজেন্দ্রকুমার মিত্রের জনপ্রিয় ত্রয়ী উপন্যাস ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা। আফসানা মিমি ও রাকেশ বসুর পরিচালনায় এই ধারাবাহিক নাটকে নাট্যরূপ দিয়েছেন তানভীর হোসেন প্রবাল। প্রতিটা শিল্পি যেন তাদের সত্তা দিয়ে অভিনয় করেছেন, কিছু নাম না বললে হয়না না, ফেরদৌসি মজুমদার, হুমায়ূন ফরীদি (নরেন চ্যাটার্জী), রাইসুল ইসলাম আসাদ, কেয়া চৌধুরী, আফরোজা বানু (সামা), মাসুদ আলী খান, হাসান ইমাম লায়লা হাসান, শর্মিলী আহমেদ, জ্যোৎস্না বিশ্বাস, মায়া ঘোষ, সোলায়মান খোকা, ডলি জহুর, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, বিজরী বরকতউল্লাহ, আজাদ আবুল কালাম, তুষার খান ত্রপা মজুমদার, সাদিয়া ইসলাম ম্‌ শামস্ সুমন, ইন্তেখাব দিনার (হেম), বন্যা মির্জা (রানী্‌ মেহবুবা পারভী্‌ সাজু খাদেম (সুকান্ত), কাজী তৌফিকুল ইসলাম ইম্‌ সোহানা সাবা (মেজ বউ), সানজিদা প্রীতি (ইন্দিরা - ইন্দু্‌ দিলীপ চক্রবর্তী, টয়া প্রমুখ।

এত মন দিয়ে সেই মেয়েবেলায় নাটক দেখেছিলাম, এত বছর পর এত ভালো নাটক দেখে মনটায় ভাল হয়ে গেল। আমি আমার আশেপাশের সবাইকে বলি এই নাটক না দেখলে মিস।


“কৃষ্ণচূড়া প্রোডাকশনস্ লিমিটেড” এর ধারাবাহিক নাটক “পৌষ ফাগুনের পালা” গত ১৫ জুন’২০১০ থেকে প্রচার শুরু হয় যা এটিএন বাংলায় প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৯টা ২০মিনিটে প্রচারিত হয়ে আসছে।

জীবন, নতুন গল্প। কখনও দুঃখ-বেদনা, কখনও বা হাসি-আনন্দ

২২৬তম পর্বে শেষ হচ্ছে কৃষ্ণচূড়া নির্মিত বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’।


এই নাটকের একজন মারা গেছেন উনার একটাই নাটক আমার দেখা সেই চরিত্রের জন্য উনি আমাদের কাছে জীবিত থাকবে। মনে হয় যেন ভাল কাজ এমন একটা যথেষ্ট, যেখানে আছেন ভাল থাকেন দিলীপ চক্রবর্তী।






Tuesday, May 01, 2012

Ganer Tori - Sonali Ray - গানের তরী - সোনালী রায়

Sonali Ray had training in Hindustani classical (vocal) and semi-classical music for many years. She had the opportunity to learn from eminent Hindusthani classical vocalists from Calcutta, namely late Pandit Chinmoy Lahiri, and  Srimati  Dalia Rahut.  Sonali sings classical, semi classical  and different genres of Bengali songs  with equal proficiency. Her versatility in Bengali songs ranges from Rabindra Sangeet,  Dwijendrageeti,  Songs  of Atulprasad  and Rajanki kanta, Nazrul Geeti to  Bangla  Ragpradhan, Tappa,  Ragashrayee Gaan.  She has been gifted with a very powerful and melodious voice which is perfectly suited for any kind of songs.  Sonali regularly performed as a child and young Artiste for Calcutta Radio and Television. She has performed at numerous concerts in UK, US and  Canada. Recently her first album has been released from Calcutta. This CD comprises a collection of Songs of Atul Prasad,  D.L. Roy and Rajni Kanta.


- http://www.cdbaby.com/cd/sonaliray
- http://www.amazon.com/Ganer-Tori/dp/B006YJLO06


Some of her beautiful music are in YouTube:






Sunday, March 25, 2012

বসন্তের ফল বরই

আমার অতী পচ্ছন্দের বসন্তের ফল বরই এসেছে আমার দুয়ারে। হাহাহাহা, আমি কি যে খুশী। ফ্লোরিডায় ফোন দিলে মা বলে বরই খাচ্ছি। আহা আমি শুধু ছবি দেখি। দু' দেশের ফল আদান প্রদান করার নিয়ম নেই। কঠিন ভাবে নিষেদ। আমি একবার আমার বান্ধবী কে ফ্লোরিডা থেকে পাঠাতে যেয়ে অনেক ভেজালে পড়েছিলাম, শেষে পেয়েছিল অনেকদিন পর, কিন্তু পাকা। আম্মু এইবার একবার সুযোগ নিল রাতারাতি পাঠানোর। গেলে গেল, না হলে ফেলে দিবে কি আর করা এই অনুমানে দিয়ে দিল। তারপর ও আম্মু মন কে বুঝ দিবে যে মেয়ের জন্য একবার চেষ্টা করেছি।







আমাকে গতকাল ফোন দিয়ে বলে যে পারলনা পাঠাতে মনে যেন কষ্ট না নি। আমিও আম্মাকে বুঝ দিলাম যে না মা আমি মোটেও মন খারাপ করিনি।

আজ দুপুরে ধুম ধুম দরজাই ধাক্কা। আমি ভয় পেলাম, আর সংকোচ, এমন ভাবে কেউ এখন পর্যন্ত দরজায় ধাক্কা দেইনি। যাই হোক, দরজার ফুটো দিয়ে দেখতে পাই একজন ফেডেক্স এর কর্মি। বলে আমি প্যাকেটি চাই কিনা? দরজা না খুলে জিজ্ঞেস করি কোথা থেকে এসেছে? উত্তর শুনে অবাক হলাম। তারপর সাইন করে প্যাকেট নিয়ে খুলতে খুলতে মনে হল মা আমার জন্য বরই পাঠিয়েছে এবং আমাকে চমকিয়ে দেয়ার জন্য বলেনি । প্যাকেট খুলে চিৎকার দিয়ে উঠলাম বরই!!!। অনেক বরই পাঠিয়েছে। দুটো গাছে দু' রকম স্বাদের বরই। খুলেই একটি ধুয়ে মুখে দিলাম আহ! অমৃত! আর মা'কে ফোন দিয়ে সেই কি আনন্দের চিৎকার আমার। মা'রে তুমি সত্যি অনন্য, তোমার দ্বারা সব কিছু সম্ভব।



এখন বরই খাচ্ছি তেতুলের চাটনি দিয়ে। আম্মু শিখেয়েছিল মজার ঝাল ঝাল চাটনি আর বরই। কে কে খাবে হাত তুলো।

Thursday, March 22, 2012

অভিনন্দন বাংলাদেশ টাইগার

প্রথমে আমি দাঁড়িয়ে আমাদের টাইগারদের অভিনন্দন জানাচ্ছি। আজ যদি দেশে থাকতাম তাহলে অবশ্যয় সেলুট এবং মিছিল দিয়ে অভিনন্দন জানাতাম। ফুলের মালা নিয়ে টাইগারদের পড়িয়ে দিতাম। দুর্দান্ত এসিয়া কাপ খেলেছে টাইগার। কেউ কল্পনা করেনি এসিয়া কাপ খেলবে বাংলাদেশ টাইগার। টাইগার ইতিহাস রটিয়েছে। এইত শুরু। টার্গেট বিশ্বকাপ।

দেশে বিদেশে ১৬ কোটি বাংলাদেশী আজ একত্র হয়েছিল শুধুমাত্র একটি আশা নিয়ে। আজকে সেই ১৬ কোটি প্রতিতি মানুষের চোখে পানি, এবং সবার মুখে একি কথা, এত কাছাকাছি স্কোর করে টাইগার হেরে জাইনি শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করেছে। এমন টিম স্প্রিট থাকলে অবশ্যয় বিশ্বকাপ আমাদের হবে। সবে তো শুরু। আমরা তোমাদের ভালবাশি। আজ তোমরা দেশে এবং বিদেশে সবাইকে দেশের প্রতি ভালোবাশার টান জাগিয়ে দিলে। শাবাশ টাইগার!!!


আমরা টাইগারদের চোখে অশ্রু চাইনা। আমরা করব জয় একদিন। সেইদিন অবশ্যয় আসবে।


তোমাদের জন্য শুভ কামনা। তোমাদের পাশে সব সময় আছি এবং থাকব।

Monday, February 13, 2012

আজি বসন্ত জাগ্রত দ্বারে

আজি বসন্ত জাগ্রত দ্বারে


Photo Credit: Tabshir Bhaia
Edit: Mina
আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
এই সঙ্গীতমুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো
এই বাহির-ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে-
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে
মোর পরানে দখিনবায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে
ওহে সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে

===========================
বসন্তের রঙ সবার মাঝে ছড়িয়ে যাক