Friday, August 21, 2009

আমি হয়ত মানুষ নই

http://clifffraser.com/images/sculpturepics/love-snakes/Love%20Snakes%205%20-%20Marble%20sculpture%20by%20Cliff%20Fraser.jpg

আমি হয়ত মানুষ নই
আবৃত্তিঃ শিমুল মোস্তফা


আমি হয়ত মানুষ নই
মানুষ গুলো অন্য রকম
হাটতে পারে, বসতে পারে
এ ঘর থেকে ও ঘর যাই
মানুষ গুলো অন্য রকম
সাপে কাটলে দোঁড়ে পালায়।

আমি হয়ত মানুষ নই
সারাটা দিন দঁড়িয়ে থাকি
গাছের মত দাঁড়িয়ে থাকি
স্বাপে কাঁটলে টের পাইনা
সিনেমা দেখে গান গাইনা
অনেকদিন বরফ মাখা জল খাইনা
কি করে যে বেঁচে থাকছি, ছবি আঁকছি
সকাল বেলা, দুপুর বেলা অবাক করে
সারাটাদিন বেঁচেই আছি আমার মত, অবাক লাগে

আমি হয়ত মানুষ নই
মানুষ হলে জুতো থাকত
বাড়ি থাকত, ঘর থাকত...
রাত্রি বেলাই ঘরের মধ্যে নাড়ী থাকত
পেটের পথে আমার কালো শিশু আঁকত

আমি হয়ত মানুষ নই
মানুষ হলে আকাশ দেখে হাঁসব কেন?
মানুষ গুলো অন্য রকম
হাত থাকবে, নাক থাকবে তোমার মত চোখ থাকবে
নিকেলমাখা কি সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলে কথা রাখবে
মানুষ গুলির ঊরুর মধ্যে দাগ থাকবে
চোখের মধ্যে অভীমানের রাত থাকত
বাবা থাকত, বোন থাকত, ভালোবাসার লোক থাকত
হটাৎ করে মরে যাওয়ার ভয় থাকত

আমি হয়ত মানুষ নই
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতনা
তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতনা
মনুষগুলো সাপে কাটলে দোঁড়ে পালায়
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই
অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি

http://www.esnips.com/doc/a3b2c4b0-0892-45a8-901d-21820d192a3e/Manush

Thursday, August 20, 2009

কাগজের পত্রিকায় দেখা যাবে চলন্ত ঘটনা ও বিজ্ঞাপন!


চিপ যুক্ত ইলেক্ট্রনিক কার্ড দেখেছি। খুব সুন্দর গানের, কথা বলার, মজার জোকের...তবে চিপটা বেশ বড় আকারের এবং ভাড়ী হয়। গানের কার্ড এর পরে এখন কাগজে ভিডিওর পালা। রাহাত নাকি আগেও দেখেছে কাগজে ভিডিও যুক্ত করা হয়েছে চিপটা বুঝা গেছে যদিও। তবে ওটা ছিল টয়োটার ম্যাগাজিন। আর এখন সামান্য এক্তি চিপ লাগিয়ে দেখা যাবে চলন্ত ঘটনা ও বিজ্ঞাপন তাও কাগজের পত্রিকায়। তবে এই চিপ নাকি পুরো কাগজের সাথে মিসে থাকবে। বুঝার ক্ষমতা কম। সময়ের সাথে তাল মিনিয়ে চলছে টেকনোলজি। এইটা যদিও ভালো সংবাদ তারপরও কিছু খারাপ দিক আছে বটে। তবে প্রতি খবর কি সত্যিকারের ভিডিও পোস্ট করবে নাকি সত্যকে চাপা দিবে? দাম নিশ্চয় অনেক বেশি হবে? ৪০ মিনিট অনেক সময়...অধির আগ্রহে অপেক্ষা করছি এই নতুন প্রযুক্তির চিপ যুক্ত কাগজের পত্রিকার জন্য।

Monday, August 17, 2009

Rain Sound By Clapping

Perpetual Jazzile - Africa

This group is using their hands to simulate rain and thunder sound...

Awesome!!

Monday, August 10, 2009

ইন্টারনেটে রাজনীতি...ফেসবুক, ব্লগ, টুইটার সমানে হ্যাক

আহারে শান্তি নেই, এখন দেখছি মন খুলে আমার ব্লগ আমি লিখতে পারবনা। কখন কে কি করে বসে? আমাদের পরিচয় গোপন রাখতে হবে? নইলে যে আমাদের পিছনে পরবে...মন খুলে আমার ব্লগে প্রকাশ করতে পারবনা। ভয়ে ভয়ে লিখতে হবে? ফেসবুকে যেতে ভয় করছে। এখানেও রাজনীতি? কি আশ্চর্য? কারো কার্যকলাপ ভালো না লাগলে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে হ্যাক করে বসবে? এইতো ভারি অন্যায়। এই অন্যায় প্রশ্রয় দেয়া মোটেও ঠিক হবেনা। কি করা যেতে পারে? মিছিল করব, ধর্মঘট, বা কারফিউ? ইন্টারনেটে? হাহাহা হাস্যকর ব্যাপার। হাসছি কিন্তু এটাও কি আমরা মেনে নিব অন্যসব অন্যায়ের সাথে? অত্যাচারী অত্যাচার করে যাবে আর আমরা মুখ লুকিয়ে ভয়ে পোষ্ট করব, যাতে করে আমাদের ব্লগ হ্যাক না করে? ফেসবুক কি করা যায়? বন্ধ?

source -Prothom Alo

Thursday, August 06, 2009

বিশাল আকাশে একটি রুপালী বিন্দু ...

10Moonlight.jpg image by ideo_graphic
"চাঁদের হাঁসি বাধ ভেঙেছে....উছলে পড়ে আলো"....

এখনি চাঁদ দেখুন যারা জেগে আছেন আমেরিকার এবং কানাডার অধিবাসিরা, কি সুন্দর করে আলো ঢেলে দিচ্ছে অকৃপন ভাবে...একটি বার ঘরের বাইরে যান...

"আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"...

চাঁদের আলো দেখে চোখ দুটো মোর ফুর ফুরে হয়ে গেল...নিদ্রা গেলো উড়ে...

আমি আর রাহাত অনেক্ষন চাঁদ দেখালাম ...ও চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল...কাল কাজ...আর আমার চাঁদ দেখে ঘুম উড়ে গেল। আজকে সবে বরাতের নামাজ পড়ে চাঁদ দেখলাম। প্রথমবার দুজন একসাথে নামাজ পড়লাম। আর প্রথম বার দুজন একসাথে চাঁদ দেখলাম...

"এই চাঁদ তোমার আমার, এই রাত তোমার আমার...শুধু দু'জনের"

ঘুমুতে যাওয়ার আগে চাঁদ যদি না দেখে থাক তাহলে অনেক কিছুই মিস করলে...আমি আবারো যাই গান শুনে চাঁদ দেখার মজাই আলাদা। আর চাঁদের আলোতে খাতায় লিখার আনন্দ...অনেক আলোর মাঝে মেঘ এসে ঘোলাটে করে দেই...আবার সরে যেতেই পূর্ণ আলো...লিখতে লিখতে খাতায় কিছুক্ষন পর দেখলাম লিখা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, যেহেতু আমার হাতের ছায়া পরছে অস্পষ্ট। তারপরো লিখে মজা...রুপালীর আলোয় লিখা পান্ডুলিপী...হাহাহাহা

"ভালো লাগে জ্যোৎস্না রাতে, মেঘ হয়ে আকাশে ভাসতে"

শুভ রাত্রি...

Wednesday, August 05, 2009

আমাদের প্রথম ভ্রমণ - জুলাই ২৬, ২০০৯



ফ্লোরিডা ছেড়ে উড়াল দিলাম কানাডার পথে। শুরু হবে আমার নতুন জীবন। নতুন মানুষ, জাইগা, নিয়ম, চাকরি, বাজার, খাদ্য, আবহাওয়া, বরফ, বৃষ্টি পড়া, ইউনিবার্সিটি, কাপড়...সব কিছু অতী নতুন। নতুন গ্রহন করা আমার পক্ষে অসম্ভম কিছু না। আমার নতুন ভালো লাগে, তাই বলে...
যদিও আমেরিকা কানাডার প্রতিবেসী তারপরও অনেক পার্থক্য আছে। সব সত্তেও দুটো ভিন্ন দেশ। যেমন, কানাডার দেয়া উপহার দিল তিনটে টিকেত একটি ভুল অন্যটি ওদের টাকার খুবি প্রয়োজন ছিল...

বিয়ের আগে সব সময় বলতাম কখন আমরা এক সাথে ভ্রমণ করব। খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেল। ফ্লোরিডা থেকে আসার সময় দু'জন এক সাথে ভ্রমণ করব সেই আনন্দে মেতে ছিলাম। বিদায় কালে অনেক কষ্ট পেলেও সেই কষ্ট উধাও হয়ে যায় সময়ের সাথে, তবে আমি জানি এই কষ্ট আমার পিছু ছাড়বেনা।

যতবার আমি একা ভ্রমণ করেছি সব সময় রাহাত আমার সাথে ফোনে থাকত। যতক্ষন পর্যন্ত প্লেনে উঠে বসা হতনা। আজ দু'জন একসাথে। ওকে বলি এখন কি করবে? ও সঙ্গে সঙ্গে উত্তর দিল "চল তুমি আমার মোবাইল ফোনে রিং দাও পে'ফোন থেকে" এটা বলে দু'জন হেঁসে উঠি।

রাহাতের সাথে অনেক ঝগড়া হয়েছিল কানাডা আসার ব্যাপারে। আমাকে যা বলেছিল এমেরিকার সম্বন্ধে তা সত্যি তারপরো আমার একদম মত ছিলনা কানাডায় আসার। অসহ্য লাগতো চিন্তা করতে। দম আটকে আসত। এখনো আসে। এইযে এখন আমি পুরো একা বাসায় এবং গানের ভলুয়ুম একদম হাই করে রেখেছি। তারপরো ফ্লোরিডার চিন্তা মাথা থেকে নামছেনা কিছুতে।

বোরডিং পাশ নিয়ে জানতে পারলাম আমাদের দু'জনের আলাদা সিট। মেজাজটা গেল খারাপ হয়ে। এমন বিরক্ত লাগা শুরু হলো যে বোঝাতে পারবনা। একি বিমানে থাকার সত্ত্বেও আমি এক প্রান্তে আর ও অন্য। আমার ডানপাসের জনকে জিজ্ঞেস করব ঠিক করলাম। ওকে জিজ্ঞেস করতেই না করে দিল, "sorry don't wanna go all the way back" রাহতের সিট ছিল অনেক পিছনে। আর ওখান থেকে কেউ সামনে আসবেনা, কারন ওদের বেগ সিটের উপরের কেবিনেটে রাখা হয়েছে। আমার বামে তখন কেউ বসেনি ভাবছিলাম কেউ না বসলে কাজ হয়ে যাবে। বলতে না বলতেই এসে হাজির। মাসাআল্লাহ! দেখতে আমার চারগুন হবে। আল্লাহ! কি বলব দু'জনের মাঝখানে পড়ে আমার অবস্থা খারাপ। এবার বামেরজনকে, সুন্দর করে হাসি দিয়ে : এক্তু সিটটা কি দিতে পারবে? আমার "ক" পিছনে বসেছে। তখনি "i don't care i can sit wherever" আমার খুশি দেখে কে? হাহাহাহা খুশিতে দিশেহারা।

কথা বলতে বলতে কখন বিমান লেন্ড করে ফেলেছে টের পেলামনা। দুই ঘন্টা...আমরা লেন্ড করলাম Charlotte, NC, USA আমাদের পরের ফ্লাইট ছিল এক ঘন্টা পর। তবে গেটে পোঁছাতেই জানতে পারলাম আমাদের বিমান এখনো আসেনি। আসবে রাত ১২টায়। তাহলে আমাদের বিরতি নেয়ার সময় এখন। ওয়াশরুম থেকে আসার পথে দেখি কি সুন্দর একটা ছোট্ট গাছ। দেখে ভালো লাগলো। পাব্লিক ওয়াশরুমে আমি কখনো গাছ দেখিনি। তাও আমেরিকায়।

ক্ষিধায় চোঁ চোঁ করছিল পেটুকমশাই। একটা ইটালিয়ান রেস্টুরেন্ট থেকে খেলাম পাস্তা। প্রায় ঘন্টা খানেক কথায় মেতে ছিলাম হঠা দেখতে পেলাম রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে। ওরা জানালো সব বন্ধ হয়ে যাবে দশটাই। আবার চলে যাই গেটের পাশে। কি করব এখন? মুভি দেখলাম "শুন্য এই বুকে" রাহাতের সাথে এই প্রথম দেখলাম ছবিটা। তাও নতুন হেডফোন দিয়ে। আমার বন্ধুর নতুন হেডফোন উদ্ঘাটন করলাম, দারুন এক হাইফাই হেডফোন এত দাম দিয়ে হেডফোন কেনার কখনো সাহস হইনি আমার। যাই হোক রাহাতের মন পড়েছিল গেটের দিকে। গেট থেকে এক্তু দূরে ছিলাম আমরা। ও আমার চেয়েও অনেক সচেতন। খুব চিন্তা ভাবনা করে পা ফেলে। আমার উলটো।

পরিশেষে এসে পোঁছায় কানাডায় রাত ২টায়...

ও হে ছবিগুলো আমি তুলেছিলাম মোবাইল দিয়ে...

Sunday, August 02, 2009

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই...

শুভ বন্ধু দিবস...

আজকে বন্ধু দিবস। সবাইকে বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধু আমার তোমরা আমার থেকে অনেক দূরে আছ তারপরো অনেক কাছে। আমার বন্ধু পাশের আসরে বসার জন্য আজ কেউ নেই পাশে। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই...

তোমাদের সবার জন্য কিছু আমার পছন্দের গান উৎসর্গ করলাম...

বন্ধু আমার মন ভালো নেই
তোমার কি মন ভালো?
বন্ধু তুমি এক্তু হেসো
এক্ত কতথা বল...
বন্ধু আমার বন্ধু তুমি
বন্ধু মোরা ক'জন
তবুও বন্ধু মন হলোনা আপন...

Bondhu amar -- Krishnokali
Bondhu amar -- Kri...
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা ঘর, ধুলো জমা গিটার
........., পরে আছে সেক্সপিয়ার
....................................
শুধু মানুষটা নেই তুই আজ
ও বন্ধু তোকে মিস করছি ভীষন...

Miss Korchi Toke
Miss Korchi Toke.m...
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে দেখে নিও
ভুলোনা তারে...
খুশীর খেয়াল পাল তুলে যেও চীরদিন
হাসী আর গানে...
ভুলোনা তারে...
Bondhu Tomar
Bondhu Tomar.mp3
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বন্ধু ক্ষনীকের দেখা
তবুও তোমারে ভুলিতে পারিনা...
বহু দিন হতে যেন জানা শোনা...

Bondhu khoniker dhekha_Rezwana Chowdhury Bannya
Bondhu khoniker dh...
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বন্ধু হতে চেয়ে তোমার
............
তবুও একটা কিছু রয়েছে যে,
তাতেই আমি ধন্য হলাম...

Bondhu Hota Chaya Tumar
Bondhu Hota Chaya ...
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বন্ধু ভাবো কি?

Bondhu Bhabo Ki
Bondhu Bhabo Ki.mp...
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
দেখা হবে বন্ধু
কারনে অকারনে
দেখা হবে বন্ধু
চাপা কোনো অভিমানে...

dekha-hobe-bondhu
dekha-hobe-bondhu....
Hosted by eSnips

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শুধু মাত্র বন্ধু আছে বলে পৃথিবিটা এখনো এত সুন্দর, এখনো পৃথিবিতে আড্ডা আছে আর আড্ডায় আছে গান, নাচ, আনন্দ, বেদনা এবং কষ্ট। আজ আমি আমার সব বন্ধুদের বলছি আমাকে ক্ষমা করো যদি কখনো কষ্ট দিয়ে কথা বলে থাকি মনের অজান্তে এবং জেনে। ক্ষমা করো আমায়।

শুভ বন্ধু দিবস আমার বন্ধুরা...সব সময় অনেক ভালো থেক...