১৯৯৭ সালের সেই টাইটানিক কে দেখেনি? এরপর "ক্যামরনের" আর কোন ছবি বের হয়নি। এই পরিচালকের ছবি দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম। এত বছর পর ক্যামরনের ছবি দেখার শোভাগ্য হবে। "এভাটার" এতদিন ধরে বিভিন্ন ফোরামে এভাটার যুক্ত করতাম, আর এখন সেই নামে ছবি দেখা যাবে। যদিও ছবিটি সায়েন্স ফিকসন, টাইটানিক থেক সম্পুর্ন ভিন্ন ধর্মের। শুধুমাত্র IMAX 3D এফেক্ত দেখার জন্য দেখবো।
অধীর আগ্রহের পর সময় আসে IMAX 3D দেখার। কিন্তু সেই অপেক্ষা যেন আর বেড়ে যাই। টিকেট পাওয়াই যাচ্ছেনা। ছবিটি মুক্তি পেয়েছিল ডিসেম্বরের ১৮ তারিখ। সেইদিন টরেন্টো শহরের সব কটা IMAX 3D টিকেট বিক্রি হয়ে যাই। তিনদিনে ছবিটি বক্স অফিসে ৳ ৭৭,০২৫,৪৮১ অর্জন করেছে। যাইহোক, তিনদিন অপেক্ষা করে অগ্রীম টিকেট কিনতে হল অনলাইন থেকে। তাও থিয়েটারে লাইন ধরতে হবে টিকেট মেসিন থেকে তুলে নেয়ার জন্য। অন্তত আধা ঘন্টা অপেক্ষা করার পর টিকেট মিলে। ধরেই নিলাম সিট পেছনে পাওয়া যাবেনা। ঠিক তাই হলো। দুটো সিট পাওয়া যাই, তবে একটা সামনে এক্তা পেছনে। হুম, কি আর করা, দুজন দু' সিটে বসে পরি।
এভাটার, তেমন আহামরি কিছু মনে হলোনা। শুধু শুধু ছবিটা থিয়েটারে দেখলাম তাও আবার এত পয়সা এবং সময় অপচয় করে। কোন ভিন্ন রকমের IMAX 3D এফেক্ত দেখলাম না। যেভাবে বর্ণনা করেছিল, তার একগুন ও দেখলাম না। বরং ২০০৯ সালের "Christmas Carol" "2012" ছবিতে বেশি এফেক্ত ব্যাবহার করেছিল। খুবি আহত হলাম।
এভাটারে, সেই হলিউডের পুরানো বিষয়। রোবোট, যদিও এভাটারে রোবোট নামে দেখানো হয়নি। এখানে নতুন নাম করন করেছে, Na'vi। অন্যান্য রোবোটিক ছবির মত যেমন, Star Wars, Irobot, Terminator প্রমুখ। এখানেও একি ভাবে "নাভি"(Na'vi)-দের সাথে যুদ্ধ হয় মানুষ এবং কিছু রোবোটের সাথে, পৃথিবীকে বাঁচানোর জন্য যাহাকে ধংস করছে মানুষ যাতি। পুরো ছবি কম্পিউটারাইজড, মনে হচ্ছিল এনিমেসন করা কিছু দেখছিলাম। পুরো ছবিতে একটা জিনিষ ভালো লেগেছে তা হচ্ছে প্রকৃতির প্রতি অগাত ভালোবাসা "নাভিদের"। এই ভালোবাসা মানুষের থাকলে হয়ত এই কাল দেখতে হতনা। ক্যামরন কি তার ছবিতে এই মেসেজ দিতে চাইছে?
বর্তমানে দেখা যাচ্ছে হলিউড আর টপিক পাচ্ছেনা ছবি নির্মানের জন্য। একমাত্র, রোবোট, টেররিস্ট, আর পৃথিবী ধংস মুলক ছাড়া। ঘুরে ফিরে এই তিনটা টপিকে মগ্ন। এত টাকা খরচ করে ছবি যখন নির্মান হচ্ছে এইসব এর উপরে তাহলে ভালোদিক ফুটিয়ে তোলা যাইনা, মানুষ দিয়ে?