Thursday, December 31, 2009

HaaPPyy New Yeaaar 2010!!

http://3.bp.blogspot.com/_oNYXh2Nze5A/SVRR7lIOrJI/AAAAAAAAAds/N-imtxRoeS0/s400/new65v.jpg

“Another fresh new year is here . . .
Another year to live!T
o banish worry, doubt, and fear,
To love and laugh and give!

This bright new year is given me
To live each day with zest . . .
To daily grow and try to be
My highest and my best!

I have the opportunity
Once more to right some wrongs,
To pray for peace, to plant a tree,
And sing more joyful songs!”

Too all my Friends and Family....Happy New Year!!

Thursday, December 24, 2009

বরফের সময় শুরু...

হুরহুর করে বরফ পড়ছে। এই যেন প্রকৃতির অন্য আর একটি আনন্দের দেশে চলে এলাম। যদিও এখনো একটু ভয়ে আছি। দেখা যাক কি হয়। তুষার পড়ার অন্নরকম আনন্দ অনুভব করতে পারলাম। কম্বলের মত মোটা একটি জেকেট পরেছি, মাথাই হুডি দেয়া অবস্থায় যখন তুষার পড়ছে ঝীরঝীর শব্দ শুনতে পাই। হাহাহাহা আমি হাত মোজা খুলে অনুভব করি। ছবি তুলতে খুব ইচ্ছে করছে কিন্তু আমার ক্যামরা এখন ফ্লোরিডায়।

http://dcpages.com/gallery/d/99604-3/Cherry_Blossom_Flurries_on_Tidal_Basin.jpg
তুষারপাত পড়ার মধ্যে আবার অনেক ধরন আছে। ঠিক যেমন ঝুমবৃষ্টি, রীমঝীম বৃষ্টি...তেমনি উপরের ছবিতে পড়া তুষার কে বলে "flurries" শুনে অদ্ভুত লাগল। হাহাহাহা এর বাংলা খুজে বের করতে হবে আমাকে। কেউ যদি জেনে থাক তাহলে আমাকে জানাও দয়া করে। আবারো নতুন সংবাদ এবং অনুভুতি প্রকাশ করা হবে যখন দেখব আসল তুষারপাত।

Wednesday, December 23, 2009

Amazing flying fish!

A crew member onboard a japanese ferry has shot a 45-second-long video of a flying fish in the air. It's thought a be a record.

Tuesday, December 22, 2009

Avatar - এভাটার

১৯৯৭ সালের সেই টাইটানিক কে দেখেনি? এরপর "ক্যামরনের" আর কোন ছবি বের হয়নি। এই পরিচালকের ছবি দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম। এত বছর পর ক্যামরনের ছবি দেখার শোভাগ্য হবে। "এভাটার" এতদিন ধরে বিভিন্ন ফোরামে এভাটার যুক্ত করতাম, আর এখন সেই নামে ছবি দেখা যাবে। যদিও ছবিটি সায়েন্স ফিকসন, টাইটানিক থেক সম্পুর্ন ভিন্ন ধর্মের। শুধুমাত্র IMAX 3D এফেক্ত দেখার জন্য দেখবো।

অধীর আগ্রহের পর সময় আসে IMAX 3D দেখার। কিন্তু সেই অপেক্ষা যেন আর বেড়ে যাই। টিকেট পাওয়াই যাচ্ছেনা। ছবিটি মুক্তি পেয়েছিল ডিসেম্বরের ১৮ তারিখ। সেইদিন টরেন্টো শহরের সব কটা IMAX 3D টিকেট বিক্রি হয়ে যাই। তিনদিনে ছবিটি বক্স অফিসে ৳ ৭৭,০২৫,৪৮১ অর্জন করেছে। যাইহোক, তিনদিন অপেক্ষা করে অগ্রীম টিকেট কিনতে হল অনলাইন থেকে। তাও থিয়েটারে লাইন ধরতে হবে টিকেট মেসিন থেকে তুলে নেয়ার জন্য। অন্তত আধা ঘন্টা অপেক্ষা করার পর টিকেট মিলে। ধরেই নিলাম সিট পেছনে পাওয়া যাবেনা। ঠিক তাই হলো। দুটো সিট পাওয়া যাই, তবে একটা সামনে এক্তা পেছনে। হুম, কি আর করা, দুজন দু' সিটে বসে পরি।

http://static.reelmovienews.com/images/gallery/avatar-movie-poster.jpg

এভাটার, তেমন আহামরি কিছু মনে হলোনা। শুধু শুধু ছবিটা থিয়েটারে দেখলাম তাও আবার এত পয়সা এবং সময় অপচয় করে। কোন ভিন্ন রকমের IMAX 3D এফেক্ত দেখলাম না। যেভাবে বর্ণনা করেছিল, তার একগুন ও দেখলাম না। বরং ২০০৯ সালের "Christmas Carol" "2012" ছবিতে বেশি এফেক্ত ব্যাবহার করেছিল। খুবি আহত হলাম।

এভাটারে, সেই হলিউডের পুরানো বিষয়। রোবোট, যদিও এভাটারে রোবোট নামে দেখানো হয়নি। এখানে নতুন নাম করন করেছে, Na'vi। অন্যান্য রোবোটিক ছবির মত যেমন, Star Wars, Irobot, Terminator প্রমুখ। এখানেও একি ভাবে "নাভি"(Na'vi)-দের সাথে যুদ্ধ হয় মানুষ এবং কিছু রোবোটের সাথে, পৃথিবীকে বাঁচানোর জন্য যাহাকে ধংস করছে মানুষ যাতি। পুরো ছবি কম্পিউটারাইজড, মনে হচ্ছিল এনিমেসন করা কিছু দেখছিলাম। পুরো ছবিতে একটা জিনিষ ভালো লেগেছে তা হচ্ছে প্রকৃতির প্রতি অগাত ভালোবাসা "নাভিদের"। এই ভালোবাসা মানুষের থাকলে হয়ত এই কাল দেখতে হতনা। ক্যামরন কি তার ছবিতে এই মেসেজ দিতে চাইছে?

বর্তমানে দেখা যাচ্ছে হলিউড আর টপিক পাচ্ছেনা ছবি নির্মানের জন্য। একমাত্র, রোবোট, টেররিস্ট, আর পৃথিবী ধংস মুলক ছাড়া। ঘুরে ফিরে এই তিনটা টপিকে মগ্ন। এত টাকা খরচ করে ছবি যখন নির্মান হচ্ছে এইসব এর উপরে তাহলে ভালোদিক ফুটিয়ে তোলা যাইনা, মানুষ দিয়ে?

Wednesday, December 09, 2009

বৃক্ষের কান্না - প্রথম আলো ডেস্ক

গাছেরা কি কাঁদতে জানে? করতে পারে গগণবিদারী আর্তনাদ? পারলেও সে কান্না আর আর্তনাদ আমাদের কাছে সরাসরি পৌঁছানোর কথা নয়। কিন্তু মনের চোখ দিয়ে দেখলে গাছেদের বোবাকান্না ঠিকই টের পাওয়া যায়। এই যেমন, ২ ডিসেম্বরের বিশাল বাংলা পাতার ছবিটা। ছিনতাই হয়ে গেছে ছায়াদায়িনী বৃক্ষের পুরোটা শরীর। গোড়ার কাটা অংশটা শুধু মুখ ব্যাদান করে আছে আকাশের পানে।



দেরিতে হলেও বাংলার মানুষ গাছের ‘মূল্য’ বুঝেছে। সে কারণেই গাছের ওপর এই অনাচার! গাছ কেটে নিয়ে পকেট ভারী করার প্রতিযোগিতা? মানুষের লোভের শিকার হয়ে নিজের লুট হয়ে যাওয়ার পরিণতি বোধ করি বহু আগেই মেনে নিয়েছে আমাদের বৃক্ষরাজি। কক্সবাজারে ঝাউবন নিধন, রাতারাতি গাছ কেটে নিয়ে যাওয়া কিংবা শত্রুতার বশে গাছ কেটে দেওয়া—এসব এখন আমাদের নিত্যদিনের চেনা খবর। তার পরও আচমকা ওই কাটা গাছের ছবিটা দেখে বুকটা বড় হু হু করে। দূর অনন্তের পানে তাকিয়ে গাছের গোড়াটা বুঝি প্রতিবাদী কোনো ভাস্কর্যের মতো নীরব বিক্ষোভ প্রদর্শন করে। কিংবা হয়তো এই ছিন্ন শরীরটা নিয়েই সে যন্ত্রণায় দুমড়ে-মুচড়ে গিয়ে কাঁদে। স্বার্থলোভী লোলুপ মানুষগুলোর কানে সে কান্না কখনো পৌঁছায় না। আর পৌঁছে না বলেই মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৩০টি সেগুনগাছ চুরির খবর আমাদের আর তেমন বিস্মিত করে না।
—ই. হো .চৌ

==========================================================

উপরের লিখাটি পড়ে খুবি মন খারাপ হলো। এমনিতে লিখালিখি হচ্ছে দেশ ডুবে যাবে। প্রাকৃতিক দুর্যোগের কারনে দেশ তলিয়ে যাবে। তার উপর এইসব নোংরামী। মানুষ আর মানুষ রইলনা। স্বার্থলোভী লোলুপ মানুষগুলোর কানে মানুষের কান্না পোঁছায় না, আর গাছের? কড়া আইনের ব্যাবস্থা নেয়া উচিত এদের বীরুদ্ধে। সেই হোক শত্রুতার কারনে অথবা পকেট ভারী করা মানুষ। দু'জনে-ই জনগনের এবং দেশের শত্রু। এদের শাস্তি দেয়া হোক। আর নতুন ভাবে গাছ লাগানো পদক্ষেপ নেয়া দরকার।

Friday, December 04, 2009

Raise your Voice - Roland Emmerich

Ask a question in the live CNN/YouTube debate! Submit your questions here and vote on your favorites until Dec 14!

http://www.youtube.com/user/Cop15

Amay Ekjon Shada Manush Daao

Song: Amay Ekjon Shada Manush Daao
album: Manush Manusher Jonno
artist: Bhupen Hajarika

http://www.cabrillo.edu/~crsmith/noamer.jpg

Amay ekjon shada manush daao
jaar rokto shada
Amay Ekjon kalo Manush Daao
jaar rokto kaalo

jodi dite paro
protidaan ja kichu chao
hok omullo pete paaro

uttor meru hote dokkhin meru
joto manush ache
joto manush ache
poschim hote oi purbo digonte
manush ache
joto manush ache

eki rokto mangshe gora
prem pritite ridoy bhora
shei manushe kano tomra bhinno koro
bhedabhed shrishti koro

jonmo hote oi mrittu bodhi
tumi hishab koro
tumi hishab koro
ei prithibir dhormo joto
tumi bichar koro
tumi bichar koro

dekhbe shethae eki kotha
urdhe shobar manobota
shei kothata bolei shobai borai koro
abar kano lorai koro

ei duniya hoyni shrishti
sroshta chara
sroshta chara
eki shurjer aloe shobar
drishti bhora
drishti bhora

eki megh aar brishti te
allah talar shrishtite
shokol manush beche achi jodi dhoro
tobe kano gorol koro



Get this widget | Track details | eSnips Social DNA


"We the human being on the earth are most precious creatures of God, let's maintain harmony amongst all living creatures is least expectation of Almighty god."