অধীর আগ্রহের পর সময় আসে IMAX 3D দেখার। কিন্তু সেই অপেক্ষা যেন আর বেড়ে যাই। টিকেট পাওয়াই যাচ্ছেনা। ছবিটি মুক্তি পেয়েছিল ডিসেম্বরের ১৮ তারিখ। সেইদিন টরেন্টো শহরের সব কটা IMAX 3D টিকেট বিক্রি হয়ে যাই। তিনদিনে ছবিটি বক্স অফিসে ৳ ৭৭,০২৫,৪৮১ অর্জন করেছে। যাইহোক, তিনদিন অপেক্ষা করে অগ্রীম টিকেট কিনতে হল অনলাইন থেকে। তাও থিয়েটারে লাইন ধরতে হবে টিকেট মেসিন থেকে তুলে নেয়ার জন্য। অন্তত আধা ঘন্টা অপেক্ষা করার পর টিকেট মিলে। ধরেই নিলাম সিট পেছনে পাওয়া যাবেনা। ঠিক তাই হলো। দুটো সিট পাওয়া যাই, তবে একটা সামনে এক্তা পেছনে। হুম, কি আর করা, দুজন দু' সিটে বসে পরি।
এভাটার, তেমন আহামরি কিছু মনে হলোনা। শুধু শুধু ছবিটা থিয়েটারে দেখলাম তাও আবার এত পয়সা এবং সময় অপচয় করে। কোন ভিন্ন রকমের IMAX 3D এফেক্ত দেখলাম না। যেভাবে বর্ণনা করেছিল, তার একগুন ও দেখলাম না। বরং ২০০৯ সালের "Christmas Carol" "2012" ছবিতে বেশি এফেক্ত ব্যাবহার করেছিল। খুবি আহত হলাম।
এভাটারে, সেই হলিউডের পুরানো বিষয়। রোবোট, যদিও এভাটারে রোবোট নামে দেখানো হয়নি। এখানে নতুন নাম করন করেছে, Na'vi। অন্যান্য রোবোটিক ছবির মত যেমন, Star Wars, Irobot, Terminator প্রমুখ। এখানেও একি ভাবে "নাভি"(Na'vi)-দের সাথে যুদ্ধ হয় মানুষ এবং কিছু রোবোটের সাথে, পৃথিবীকে বাঁচানোর জন্য যাহাকে ধংস করছে মানুষ যাতি। পুরো ছবি কম্পিউটারাইজড, মনে হচ্ছিল এনিমেসন করা কিছু দেখছিলাম। পুরো ছবিতে একটা জিনিষ ভালো লেগেছে তা হচ্ছে প্রকৃতির প্রতি অগাত ভালোবাসা "নাভিদের"। এই ভালোবাসা মানুষের থাকলে হয়ত এই কাল দেখতে হতনা। ক্যামরন কি তার ছবিতে এই মেসেজ দিতে চাইছে?
বর্তমানে দেখা যাচ্ছে হলিউড আর টপিক পাচ্ছেনা ছবি নির্মানের জন্য। একমাত্র, রোবোট, টেররিস্ট, আর পৃথিবী ধংস মুলক ছাড়া। ঘুরে ফিরে এই তিনটা টপিকে মগ্ন। এত টাকা খরচ করে ছবি যখন নির্মান হচ্ছে এইসব এর উপরে তাহলে ভালোদিক ফুটিয়ে তোলা যাইনা, মানুষ দিয়ে?
Amar kachhe kintu onek bhalo legechhe. James er golpo bolar khomota dekhe Ami jar porani surprised hoyechhi. Amar dekha 2009 er sera movie eta bolte pari. Sesh drissher 40 min action drisso to oshadharon. Jodio sifi tobu mone hochhilo sotti. Abaro promanito holo ek matro manushi lobher karone nijer financial sharther jonno joddho kore ekta jatikeo dhongso korte karponno kore na. Hok na seta avatar der dunia othoba Iraq. Ashar kotha ei je tar poro kichhu monusotto bodh somponno manush sob somoy thakbe protibad korar jonno. Ei khanei movie tar sharthokota. Mina toke dhonnobad lekatir Jonno.
ReplyDeletehmm, dada tomar dharona dekhchi onno rokom. Bhalo laglo tomarta pore. Amar mote 3D effect "Christmas Carol" er cheye beshi chilo. Je hare ei movie niye kotha hoiche effects. Tai surprise holam.
ReplyDeleteei movie ta amar ekhono dekha hoyni....... tobe science fiction type er movie gulo amar kache besh valoi lage.......
ReplyDeleteI agree with Riton Khan. Me loved the movie. Just amazing to see how far imagination of a human being can go. How he made the Lojjaboti gach, the glowing flowers, the little lizard that spins its tails. Not to forget the Mountains that are upside down and flying in the air. I mean, we all dream of different worlds, how many of us can think and in words show what he dreamed or imagined?
ReplyDeleteMina, you know more about web design and graphics interface and such. Its almost impossible to relay your thought to animators and bring out exactly what you want since everyone thinks differently. But this one is a milestone I would say, that people over the next 10 years will watch and cherish!
Anyway, bhalo laglo movie ta dekhe!
Tarik, tumi hoito pochondo korte paro. Obosshoi dekhe janabe kemon laglo.
ReplyDeleteDrops of Rain, Thanks for your point of view. Of course we all have different point of views. Respecting your view, and Riton dada. I guess me and my husband didn't quite like it. We are the only little two species didn't see huge difference of this movie. or we might missed it lol. Anyhow. Thanks for your comment.