Thursday, December 31, 2009

HaaPPyy New Yeaaar 2010!!

http://3.bp.blogspot.com/_oNYXh2Nze5A/SVRR7lIOrJI/AAAAAAAAAds/N-imtxRoeS0/s400/new65v.jpg

“Another fresh new year is here . . .
Another year to live!T
o banish worry, doubt, and fear,
To love and laugh and give!

This bright new year is given me
To live each day with zest . . .
To daily grow and try to be
My highest and my best!

I have the opportunity
Once more to right some wrongs,
To pray for peace, to plant a tree,
And sing more joyful songs!”

Too all my Friends and Family....Happy New Year!!

7 comments:

  1. tokeo onek NY er shuvechha.
    http://blog.ritonkhan.com/2009/12/blog-post_31.html

    ReplyDelete
  2. শুভ নববর্ষ আপু...
    অনেক অনেক সুন্দর সময় আসুক জীবনে আপনার...

    ReplyDelete
  3. dada re porechi...khub bhalo laglo...tomar agami din hok anonder.

    faisal bhaia...onek dhonnobad. apnake o onek shuvecha ebon dua agamir dingulo jeno chomotkar bhabe kate. anonde bhore uthuk apnar shomoi.

    ReplyDelete
  4. আরেকটা বছর চলে গেল??? অসম্ভব..... হতেই পারেনা.......... আরে সেদিন না ২০০৬ শেষ হল?? এরপর, ২০০৭, ০৮, ০৯....... এগুলোও শেষ হয়ে গেল??? অদ্ভূত জীবন!!!!

    যাই হোক, Happy New Year আপু :-(

    ReplyDelete
  5. ২০১০ এর প্রথম দিন


    নববর্ষের প্রথম দিনটা ছিল শুক্রবার। ঘুম থেকে উঠে চলে গেলাম পত্রিকার স্টলে। সবগুলো দৈনিকের প্রথম পাতা চোখ বুলিয়ে কিনলাম মাত্র দুটো দৈনিক। দৈনিক সমকাল ও দৈনিক নয়াদিগন্ত। এরপর বাসাতে পত্রিকা, আরো কিছু পুরোনো পেপারস স্টাডি করতে থাকলাম। বেলা বারোটায় আমার রুমমেট ফয়সাল আর আমি মোটর সাইকেলে [ ফয়সালের অফিস থেকে প্রাপ্ত গাড়ী ] চলে গেলাম ধানমন্ডির সোবহান বাগে মসজিদে জুমআর নামাজ পড়তে। অবশ্য আমরা প্রায়ই মিরপুর থেকে ঐ মসজিদে জুমআর নামাজ পড়তে যাই। এরপর আবার বাসায় ফিরে আসি।

    দুপুরে খিচুরী দিয়ে খাবার সেরে ঘুমিয়ে পড়ি। দীর্ঘ দুই মাসের মধ্যে এই প্রথম দুপুরে ঘুমালাম। সন্ধ্যায় মাগরিব নামাজ পড়ে কিছুটা চিন্তায় পড়ে গেলাম। আমার বন্ধু লন্ডন প্রবাসী শিবলী এক মাসের ছুটিতে ঢাকায় এসেছে বিয়েসহ আরো কিছু পারিবারিক কাজ করতে। তো সেদিন উত্তরার সিসেল পার্টি হাউসে রাত আটটায় ওর বিয়ে। আবার প্রচণ্ড শীতও সেই সময় ঢাকার জীবনে জেঁকে বসেছে। তো প্রচণ্ড ইচ্ছে থাকা সত্বেও মনটাকে বিয়েতে নিয়ে যেতে পারলাম না। ফলে শিবলী ভাই, ও ওর আম্মু আমার উপর অভিমান করে আছে। যাই হোক এভাবেই সকাল সন্ধ্যা কেটে গেল।

    রাতে টিভিতে কিছুক্ষণ সংবাদ দেখে আবার চলে এলাম বিছানায়। গত বছরের অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ভাবতে ছিলাম। হঠাৎ মনে পড়ে গেল বন্ধু মানিকের [ মানিক-একটি বেসরকারী টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ] কথা। টেবিল থেকে সেল ফোনটা নিয়ে ওর সাথে কথা হলো নানা বিষয়ে। নতুন বছরে ও কী ভাবছে ইত্যাদি ইত্যাদি। ও আমাকে বলল, নতুন বছরে আমার একটাই পরিকল্পনা, গান নিয়ে কাজ করা। আমি বললাম, আমি এ বছরটাতে উপন্যাস নিয়ে কাজ করবো। আরো নানা বিষয়ে কথা হয়। অবশ্য তখন রাত কিছুটা ভারী হয়ে গেছে। এশার নামাজ, রাতের খাবার সেরে ঘুমতে গেলাম পরের দিন অফিসে যাবার অপেক্ষায়।

    ২০১০.০১.০১ রাত, মীরপুর, ঢাকা।

    ReplyDelete
  6. তারিক ভাই ভালোই কেটেছে। এর চেয়ে হয়ত খারাপ ও কাটতে পারত তাইনা?

    ReplyDelete

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!