Wednesday, February 18, 2009

অন্তর্দেশে একটি কল

ফেব্রুয়ারী ১৬, সোমবার ডাক্তার করার পর আব্বুকে সুস্থ দেখায়। মঙ্গলবার, ডাক্তার বল্ল সব ঠিক আছে, কোন সমস্যা না থাকলে ছেড়ে দিবে। আমরা সবাই খুব খুশী। মঙ্গলবার রাতে আব্বু আমাকে ফোন করে বল্ল কারডিওলজিস্ট আসছে, বলে গেল আব্বুকে আরো দুদিন থাকতে হবে। কেন? বলে গেল আব্বুর হার্ট রেট নাকি অনেক কম। একজন এক এক ডাক্তার এক এক রকম কথা বলে। সবাই চিন্তাই পরে যাই। এইটার মানে কি? পুরাপুরি নির্বাক সবাই। আমি মানা করে দিলাম। আমি আগে ডাক্তার এর সাথে কথা বলতে চাই। কেন করবে আবার?

কাজ থেকে যাওয়ার পর আব্বুর টেম্প ডাক্তার এর সাথে কথা বলি বুধবার রাতে। আমাকে আব্বুর হার্টের
EKG রেপোর্ট দেখাই। আব্বুর হার্ট কিছুক্ষন নরমাল বিট করে আর কিছুক্ষন ফাস্ট। এই ফাস্ট বিটের কারনে আব্বু নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল। আব্বুর সুগার এর প্রব্লেম হইনি। এই ফাস্ট বিট যদি তিন সেকেন্ড এর বেশি থাকে তখন উনার হঠাৎ মৃত্যু হতে পারে। আর সেই জন্য আব্বুকে প্রথমে EPS (Electrophysiology Study) করবে যদি নেগেটিভ হয় তাহলে মেডিসিন দিয়ে ঠিক করবে আর পসিটিব হলে ICD (Implantable cardioverter-defibrillator) লাগাতে হবে। সেই জন্য আব্বুকে Consent সাঈন করতে হবে। যদি করতে না চাই তাহলে আমাদের ছেড়ে দিবে। ওদের বলার ছিল বলছে বাকি আমাদের ইচ্ছে করতে চাই নাকি চাইনা।

আব্বুর রুমে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম নিজেকে এক্তু সামলিয়ে। হে সমস্যা কি? আব্বুকে ভাল করার জন্য যা করতে হবে করব। আব্বু আমার দিকে তাকিয়ে থাকে আমি চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলি। আব্বু কিছুতেই রাজি হইনা। বলে আমি ভাল আছি। আমাকে ছাড়তে বল। রাতে বুঝানোর জন্য হাসাপ্তালে সবাই আসে। বড় ভাইয়া, মামা, এমনকি চার বছরের ছোট্ট মেয়ে প্রইতী এসে আব্বুকে বলে যে, "দেখ আমার ভেতরে এক্তা মেসিন আছে। দাদু ভাই আমি ভাল আছি তুমিও ভাল থাকবে।" আব্বু মানতে রাজীনা, একটা মেসিন নিয়ে উনার বেঁচে থাকতে হবে।

বুধবার রাতে আব্বুকে বুঝারনোর জন্য রুম থেকে বের হয়ে ওয়েটিন রুমে বসাই। সাঈন করতে হবে। দুই মিনিট যেতে না যেতেয় আব্বু সক্ত হয়ে যাই, তখনি আব্বু
অজ্ঞান হয়ে সক্ত হয়ে যাই, চোখ বন্ধ করে ফেলে কাঁপ্তে কাঁপ্তে, ঘামতে থাকে। আমি চিৎকার করি হেল্প হেল্প হেল্প...নার্স এসে আব্বুকে ধরে, আমি, ছোট্ট ভাই এরফান আব্বুকে ধরে রুমে নিয়ে যাই। বেডে রাখতেই আব্বু চোখ খুলে ফেলে। বলা শুরু করে "কি হইছে আমি ঠিক আছি, আমি ঠিক আছি।" আব্বুকে প্রায় কয়েকজন নার্স এসে ঘিরে ধরে। কি সব লাগাই তারপর আমাদের বল্ল আব্বু নিঃশ্বাস নিচ্ছে উনাকে ICU ইউনিটে নিয়ে যাবে। আমরা দোয়া পড়তে থাকি, আম্মু, আমি, এরফান...আব্বুর বেডকে নার্সরা জোরে ধাক্কা মেরে তাড়াতাড়ি পোঁছাই ICU ইউনিটে। সেখানে আমাদের ঢুকতে দেয়না।

ভাইয়াকে ফোন করি, এরপর ওয়েটিন রুমে অপেক্ষা। ডাক্তার এসে বলে আব্বুকে কালকের মধ্যে
EPS & ICD করতে হবে। না হলে হার্টের সমস্যা আরো বারবে। আমরা মত দিয়ে দিলাম। কিন্তু আমাদের মতে কি যায় আসে। ওরা আব্বুকে আবারো জানাই। এতবার রেকুএস্ট করলাম যে আব্বুকে জানায়োনা। কিন্তু ওরা মানেনা। বলে যে এইটা নিয়ম জানাতে হবে। আব্বুকে জানালে পড়ে ভীষন মন খারাপ করে। আমাদের উপর রাগ করে থাকে। কথা বলেনা। আমরা সেইদিন রাত তিনটে পর্যন্ত হাস্পাতালে কাটাই। আম্মুকে অনেক মানিয়ে বাসায় নিয়ে যাই।

বৃহস্পতিবারে সকালে কেউ কাজে যাইনা ওপারেশন করবে তাই। কিন্তু পুরো দিন পার হওয়ার পর সয়তান ডাক্তার এসে বলে যে বৃহস্পতিবারে পারবেনা কারন অনেক ইমারজেন্সি রোগীদের আগে করতে হবে। সরি বলে শুক্রবারের সকালে করবে প্রমিস করে। আমরা আবারো শুক্রবারে এসে অপেক্ষা করি। সকাল আটটাই আব্বুকে নিয়ে যাই। আব্বুর সামনে নরমাল থাকার চেষ্টা করি।

এক ঘন্টা পর বের হয়ে বলে, আব্বুর হার্ট ঠিক আছে। রেসাল্ট নেগেটিভ আব্বুকে
ICD করতে হবেনা কিন্তু Pacemaker লাগাতে হবে। যদি বৃহস্পতিবার সকাল একটাই যদি অজ্ঞান না হত তাহলে দিতে হতনা, কিন্তু...আমরা ঠিক আছে বলে আবারো অপেক্ষা শুরু করলাম আরো দু'ঘন্টার জন্য। অপেক্ষার ঘড়ি শেষ হয়ে আসে। ডাক্তার আবার বের হয়ে আমাদের কাছে আসে। আব্বু ভাল আছে। সব ঠিক হয়েছে। কোন সমস্যা নেই। আব্বুর সাথে দেখা করতে দেয়। আব্বু চোখ খুলতেই আমাদের দেখে জিজ্ঞেস করে "আমি কোথায়?" আমরা সবাই হেসে উনাকে বলি এইত আমারদের সাথে। "আমাকে মেসিন লাগাইছে?" বাবা আমরা জানিনা ডাক্তার এর সাথে কথা হইনি। মিথ্যা বলতে হল।

আব্বু কে দু'দিন পরে ছেড়ে দেই। কিন্তু মাঝখানে আব্বুর প্রেসার একদম কমে যাই সুগার অনেক বেড়ে যাই। এই সমস্যা এখনো আছে। আমি জানিনা কি করব। বাসাই আনার পর এক্তু সুস্থ এক্তু অসুস্থ। কেউ জিজ্ঞেস করলে আব্বুকে কেমন আছেন? উত্তরে আব্বু বলে যে কেমন আর? কল বসাইছে। এখন কলের উপর নির্ভর হয়ে চলতে হবে।

আমার বাবা আমাদের পাশে আছে সেই জন্য আল্লাহ কে অনেক অনেক ধন্যবাদ। সবাই দুয়া করছে উনার জন্য। সবার কাছে আমি কৃতজ্ঞ।

Friday, February 06, 2009

আমার বাবা আবারো অসুস্থ হয়ে গেল

সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হই। আর গাড়ি স্টারট দিতে দেখি কাজ করেনা। পুরোনো গাড়ি কিনলে যা হয়। এরপর আম্মুকে বললাম আব্বুকে বলো আমাকে নামিয়ে দিতে। আব্বু উঠে তৈরি হয়ে গাড়ির পাশে আস্তে না আস্তে গাড়ি ধরে ফেলে। আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে? বল্ল মাথা। মাথা বলতেই শক্ত হয়ে যাই। ভাগ্য ভালো যে আমি পাশে ছিলাম। সঙ্গে সঙ্গে ধরে ফেলি। চিৎকার দিতে আম্মু বের হয়ে আসে। এরপর আম্মু ধরে আব্বুকে, আমি বাসা থেকে দুধ নিয়ে আশি। ভাবীকে চিৎকার দিয়ে বলি চিনি আনতে। আব্বুর সুগার লো হয়ে গিয়েছিল। আব্বু মারাত্তক ভাবে সক্ত হয়ে ছিল আম্মুর কোলে। দাঁত সক্ত ছিল, কোন রকমে আমার আঙ্গুল দিয়ে ফাঁক করে দুধ ঢেলেদি। এরপর চিনি মুখের ভেতরে দিয়ে মালিশ করি। পুরোপুরি অজ্ঞান হয়ে যাই। ক্ষানিক্ষন পরে জ্ঞান ফিরে আসে। বলেযে আমি ঠিক আছি। আমি তাড়াতাড়ি ফোন নিয়ে ৯১১ ডায়াল করি। এরপর আব্বুকে নিয়ে যাই হাস্পাতালে। ডাক্তার সব চেক করল। বল্ল যে ভাগ্য ভালো আমরা সুগার দিয়েছিলাম মুখে। নইলে কোমাই চলে যেত।

বাবাকে ফেলে আমার কাজে আস্তে হচ্ছে। এমন জীবন। অফিসে দু'জন কে ফাইয়ার করে দিল। তাই এমন অবস্থাই অফিসে বসে কাজ করছি। মনত পড়ে আছে বাবার কাছে। সাথে মা আছে। আজ দুপুরে কাজ থেখে এক ঘন্টার ছুঠি নিয়ে বাবাকে দেখে আসি। বাবাকে দেখে ভালো লাগলনা। উনি অনেক দুর্ব্ল হয়ে গেছেন। হাস্পাতালের বেডে বসে চিন্তা করছে আমাদের কথা। আমরা ঘরের পেমেন্ট কেমনে করব যদি চাকরি চলে যাই। চার পাশে ডিপ্রেসন নেমে আসছে। আমি বললাম বাবাকে যা হবার হবে। তুমি চিন্তা করনা। চিন্তা করলে সমস্যার সমাধান হবে? উনাকে বুঝ দিলাম। কিন্তু কার কথা কে শোনে? উনি চুপ হয়ে বসে ছিল আমি যতক্ষন ছিলাম। ডাক্তার আসে...

ডাক্তার এর সাথে কথা বলে জানতে পারলাম বাবাকে আবারও "Cardiac Catheterization" করাবে। এইভাবে কন্ট্রল করে চলার পরও আবার চলে এল সেই স্টেজে। আমার বছরটা শুরু হল কষ্ট আর টেন্সনে। কে জানে কপালে কি আছে। আর কত সহ্য করা যাই?

Friday, January 30, 2009

Fires in the sky


fires in the sky, originally uploaded by john curley.

Prithibir hazaro chomotkarer moddhe r ekti...

Wednesday, January 28, 2009

সঞ্জীব দাদার প্রতি অনেক ভালবাসা

গানের লড়াই খেলতে খেলতে 'গ' অক্ষর আসলেই পরে গেয়ে উঠতাম সেই প্রিয় গান,

গাড়ি চলেনা চলেনা চলেনারে
গাড়ি চলেনা
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বারি
মধ্য পথে ঠেকল গাড়ি উপাই বুঝি নিলেনা
গাড়ি চলেনা চলেনা চলেনারে
গাড়ি চলেনা
মহাজনে যতন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে
গাড়ি চালাই মন ড্রাইবারে
ভাল মন্দ বুঝেনা
গাড়ি চলেনা

তখন গানটির অর্থ না বুঝে গেয়ে যেতাম। একদিন গানটা শুনা হয় গাড়িতে সেইদিন সাথে ভাবী ছিল। ভাবী জিজ্ঞেস করে গানটার মানে বুঝি কিনা? আমি বলে উঠলাম হে গাড়ির কথা বলেছে। কিন্তু গানটার যে অন্য একটা মানে আছে তা ভাবী বুঝিয়ে দেই। অবাক হয়ে শুনতে থাকি। বিশ্বাস হচ্ছিলনা যে এত বছর পর গানটার প্রকৃত মানে বুঝলাম।

কিন্তু আমার মতে যখন যেই গান আমাদের ভাল লেগে থাকে, তার মানে গানটার অর্থ হয়ত নিজের মত করে অর্থ বুঝেনি বা সাজিয়ে নিতে চাই। তাই আমার মতে একটি গানের পিছনে চার জনের ভিন্ন মতামত থাকে। গানটার লেখক, সুরকার, গিতীকার, এবং আমরা।

সঞ্জীব দাদা বিদায় নিয়েছিলেন আমাদের কাছ থেকে উনিশে নভেম্বর। উনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালবাসা রবে যুগ যুগ ধরে।
বৈশাখ ব্লগে পরলাম,কফি হাউজে সঞ্জীব দাদাকে নিয়ে এক স্মরণসভার আয়োজন করেছে এলিফ্যান্ট রোডে। শুভ হোক।


আমি ফিরে পেতে চাই
সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই
সাত সুখের সমুদ্র
শুধু একটিবার, একটিবার
তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটিবার, একটিবার
তুমি সপ্ন উরাও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মিলাও
তীর হারা এই দুঃসময় সপ্ন ডাক দেই
হাতছানিতে যাই হারিয়ে আধাঁর অচেনায়
আমার গানের সাথে তোমার গান মিলাও
কোন গভীরে ডুবেছিলে কোন সেই মোহনাই
এই সীমানা যাই পেরিয়ে তোমার আঙ্গিনাই
চোখের পলক চোখে কুন্টি একাকার

এমন কিছু সৃতি দিয়ে গেছেন আমাদের যা কখন মুছে যাবেনা। উনি নেই কিন্তু আছে সব সময় আমাদের সাথে। উনার কন্ঠ এখন কানে বাজে। উনার প্রতি অনেক ভালবাসা।

Tuesday, January 27, 2009

বৃষ্টি মানে...

আমরা গান, কবিতা শুনি...বৃষ্টির রিমঝিম শব্দ শুনি? অবশ্যয় শুনি! যেটাই শুনিনা কেন, তার প্রতিটি শব্দে, ছন্ধে নিজের মনের ভাব, আবেগ এবং ভালবাসা প্রকাশ করি। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। চল আজ করি বৃষ্টির স্নান...
বৃষ্টির মানে সবার কাছে অন্যরকম।
বৃষ্টি মানে আমার কাছে আনন্দ, কষ্ট, উল্লাস, গান, কবিতা, ছন্দ, একাকিত্ত, ব্লগ, প্রকৃতি, ওঁ, তাল, উত্তাল, মাতাল, হাসি আরো অনেক অনেক অনেক কিছু যাহা হাজারো বিশেষন ব্যাবহার করলেও ফুরাবেনা...আমার অনেক ভালো লাগা একটা কবিতা, আমার মনে বৃষ্টির ছন্দ তুলে...তাইতো নিজ মনে লিখে যাই আমার ব্লগে বৃষ্টির জয়গান...

প্রাগা আপুনি তোমাকে অনেক ধন্যবাদ।

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি...কেন? কবিতা শুনে বুঝার কথা...


বৃষ্টি মানে

কবিঃ মোফাজ্জেল করিম
আবৃত্তিঃ শিমুল মোস্তফা

http://images-2.redbubble.net/img/art/size:large/view:main/71619-11-first-taste-of-rain.jpg

বৃষ্টি মানে বুকের ভেতর ঘর্ষিত মাঠ
উলট পালট হালট টালট উপছে ওঠার ভরা কটাল
বৃষ্টি মানে শষ্য ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন
বৃষ্টি মানে শুভ্র তনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ
অষ্টপ্রহর পলক বিহীন দেখছি কেবল দেখছি কেবল
বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ
বৃষ্টি মানে নষ্ট পেঁচেক টেব গরিয়ে অথয় পুকুর দুঃখ বিলাস
কখনো বা দুঃখ ঝরে টাপুস টুপুস ভীষন গোপন
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর


Wednesday, January 21, 2009

Harano diner moto...hariye gechhho tumi

~~ hariye jai mon, hariye jai ami
jai na muche, shei sriti, kobita o giti

tobuo dekhi shopno, buni anondo
achi ami seikhanei, nei shudu tumi ~~


Nobodhara Jole
Mitali Mukherjeer gane dekchi jadu ache...bah besh anondo lagche. gaanta shuntei khub bhalo lege gelo. eije ekhono shunchi...ganer kotha jini likhechen take onek onek dhonnobad. r obosshoi Mitali didi ke onek shuvechaa unar kontho hridoy chuye gelo na hole ki uporokto 4 ti line milate partam? lol


Singer: Mitali Mukherjeee

Harano diner moto
hariye gechhho tumi
Ferari shukher moto
Paliye gechho tumi...
Janina ki diye ki niye gechho tumi...
Harano diner moto...
Hariye gechho tumi

Tumi to shukh diyechhile
Amar e mon niyechhile
Shob e to firiye nile
Sriti tuku fele gele

Ja kichhu rekhe gechho
Tai niye achhi ami...
Harano diner moto
Hariye gechho tumi...


Ekhono raat jege thaki
Mele rakhi duti ankhi
Shoponer jaal bune dekhi
Shob e michhe shob e faki
Bolona tumi chhara ki niye bachi ami!!!

Harano diner moto
Hariye gechho tumi...
Ferari shukher moto
Paliye gechho tumi
Janina ki diye ki niye gechho tumi...
harano diner moto hariye gechho tumi...


Get this widget | Track details | eSnips Social DNA

Monday, January 12, 2009

Megher Gaye nupur paye nache borosha - Fuad ft. Kona

Album: Fuad ft. Kona
Singer: Kona
Kotha: Sahan Kobonto
Music: Fuad

Gaanti shuna matro khub bhalo lege gelo. Konar high scale gaite parena jodio. Fuad embed korar chesta koreche joteshto. tobe music ta khub bhalo laglo. ei porjonto onek bar shunlam. koyekti shobdo bujte parlam na music er sathe mishe geche. Kontho ke techno na korle besh bhalo lagto.



Megher Gaye nupur paye nache borosha
Brishti ki tar chonddo jeneche, Srabaon ki tar montro boleche
du hath tule komol sure, dake kuwasha, borosha
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...

Chokhe ki tar chaya feleche, hridoyer kache, chowa meleche
kajol dighi, klanto bodhi tuleche je dheu
surer mayai, komol chayai, dekheche ki keu
shopno chokhe tar drissho eke jai vhiru vhiru pai, nache boroshai
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...

mone ki tar agol khuleche, adharer kache murti goreche
mughdho chokhe sristy sukher nodi vheje jai
Dheuer tane baner jole meshe mohonai
shopno chokhe tai drissho eke jai vhiru vhiru pai, nache boroshai
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...

Megher Gaye nupur paye nache borosha
Brishti ki tar chonddo jeneche, Srabaon ki tar montro boleche
du hath tule komol sure, dake kuwasha, borosha
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...

***ganer kotha jodi bhul hoi to shudhriye dile anondito hobo...dhonnobad!

***some photo credit goes to original photographer.
***some of the photos are taken by me and friends.

Tuesday, December 30, 2008

Behure logon moddhure logon

gaanta prothome shunechilam "shadhona" theke closeup1 08. khub bhalo lage. ajke dekhlam pragga apuni upload korlo youtube khubi bhalo laglo. kintu ashol gayok er naam janina. jodi keu jene thaken to obosshoi janaben asha kori. onek dhonnobad pragga apuni.



Behure logon moddhure logon
akashe batashe lagilore
chompa futiche, chameli futiche
tar suvashe moina amar vhashilore

holud borong mekhlai tar joubon uchlai
laal ornar aral diya chokku duti chai
khopai togor moina bujhi amai khuje hai
bosonter ei behur logon uttol hoyi jaai

Behure logon moddhure logon
akashe batashe lagilore
nachite nachite tar bhora joubon
behur saje shobar majhe asilore

tahar nach dekhi amar ongo obosthoi
dholer kathi duhath theke apni khoshe jai
jogot juri behur porob khushi je chorai
boshonte ei behur logon uttal hoyi jaai

Behure logon moddhure logon
akashe batashe lagilore
chompa futiche, chameli futiche
tar suvashe moina amar vhashilore

Tuesday, December 23, 2008

Peck on the Cheek - Kannathil Muthamittal

http://img143.imageshack.us/img143/2734/51m3l1xr9ulss500wb7.jpg

Story:

"A little girl's search for her biological mother who had abandoned her as a newborn baby is brought out poignantly in A Peck on the Cheek. Amudha, adopted by Thiru and Indira and growing up with the couple's two sons, is blissfully unaware of her parentage, until the couple decides to inform her of it on her ninth birthday. At first shocked into disbelief, Amudha then expresses her determination to seek out for her biological mother. The search takes the family to strife-torn Sri Lanka, where Amudha comes face-to-face with reality, and reconciles herself to it. With films like Mouna Ragam, Alaipayuthe and now A Peck on the Cheek, director Mani Ratnam proves once again that he is at his best when tackling human emotions and relationships."


Eventhough i don't understand this song...it's so beautiful...it mesmerize my ears. I have listened to this song over and over can't stop listen to this song. AR. Rahaman too good. what great way to play with human senses. love it!

Movie Name: Kannathil Muthamittal (2002)
Singer: Jayachadran P
Music Director: Rahman AR
Year: 2002
Producer: Mani Ratnam, Srinivasan G
Director: Mani Ratnam
Actors: Madhavan, Nandita Das, Simran
Language: Tamil, English

Tamil Version of a song i like :)

Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal
nee kaNNathil muththamittaal (2)
oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2)
vazhvu thodangum idam needanae ...
vazhvu thodangum idam needanae, vaanam mudiyumidam needanae
kaatrai poala nee vandhayae, swasamaga nee nindrayae
maarvil oorum uyirae ...
oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2)
Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal
nee kaNNathil muththamittaal (2)

yenadhu sondham nee, yenadhu pagaiyum nee
kadhal malarum nee karuvil muLLum nee
cheLLa mazhaiyum nee, chiNNa idiyum nee (2)
pirandha udalum nee, piriyum uyirum nee (2)
maranam meenda jananamm nee,
oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2)
Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal
nee kaNNathil muththamittaal (2)

yenadhu selvam nee, yenadhu varumai nee
izhaiththa kavidhai nee, Ezhuththu pizhaiyum nee
iraval veLicham nee, iravin kaNNir nee (2)
yenadhu vaanam nee, izhandha siragum nee (2)
naan thooki vaLLatha thuyaram nee
oru dheyivam thandha poovae, chiru oodaL yeNNa thaayae (2)
vazhvu thodangum idam needanae ...
vazhvu thodangum idam needanae
vaanum mudiyumidam needanae
kaatrai poala nee vandayae, swasamaga nee nindrayae

maarvil oorum uyirae ...
oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2)

Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal
nee kaNNathil muththamittaal

nee kaNNathil muththamittaal (2)
oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2)
vazhvu thodangum idam needanae ...
vazhvu thodangum idam needanae, vaanam mudiyumidam needanae
kaatrai poala nee vandhayae, swasamaga nee nindrayae
maarvil oorum uyirae ...
oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2)
Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal





English Version of the above song :)
O! Flower of the heavens,
Why that forlorn look in your eyes?

You are the life’s beginning
and the visible horizon.

You swept like the breeze
and stayed as the breath.

O! Sanguine surge in the soul...

You are my akin as well as my foe,
the flower of love and a thorn in the womb,
the cherished rain and the clouting thunder,
a neonate body as well as an aching death

O! Conqueror of death, conferrer of life...

You are my wealth as well as my wrecked ship,
an enriched epic as well as the error in it,
lent light and the bitter tears at night,
my bountiful sky as well as my broken wings,

And the beloved sorrow that I nurtured.

(thanks to Renuka for english translation...)

If you have chance watch the movie from here

Thanks to Mani Ratnam for this beautiful gift to us.

Monday, December 22, 2008

Aaj Brishtir Din, Ami tumi hin...

Singer: Apu (closeup 08)
Likhechen: Robiul Islam Jibon
Sur: Showkat Ali Emon

Aaj brishtir din, ami tumi hin
shunno shunno lage
Brishtir din ami tumi hin
shunno shunno lage

hai biroho chuyeche mon
nirashai kate khon
purchi ei kon onurage
onurage...

Aaj brishtir din, ami tumi hin
shunno shunno lage

meghe meghe hoi jokhon prio kichu kotha
bishader ronge ami achi boshe ei nirobota
chokher kone amar eto beshi jol
kokhono jomeni age
onurage...

Aaj brishtir din, ami tumi hin
shunno shunno lage

bheja bheja ei chera dhukhono diyechilo
mayabi ei din amar katche boro je ogochalo
hridoyer ei neel akash dhushor jeno
shopno porari daage
onurage....

Aaj brishtir din, ami tumi hin
shunno shunno lage



gaanti osadharon...joto shuni bar bar shunte iche korche.