Sunday, November 02, 2008

ঘনাগম - ঘনাত্যয়

আমরা সবাই ভাত খাই। আমার ক্ষেত্রে এক বেলা ভাত না খেলে চলেনা। অনেক সময়, তিনবেলা ভাত খেয়েছি আমি। খাদক? হে নাম করন করা যাই। তাতে কোন সন্দেহ নেই। তাতে আমার কখনও দিধা থাকেনা। খেয়ে খেয়ে এত ফুলছি তারপরও...থাক আজ আর নিজের সুনাম নয়, না হয় বাকি সুনাম পরে করব।

বাংলা মাস কার্তিক আর কাল হলো হেমন্ত। আমরা কত সহজে চাল পেয়ে যাই। এই চালের পেছনে কত কষ্ট, আনন্দ মেখে থাকে তা একমাত্র একজন কৃষক বলতে পারবে। আমন ধান কাটার সময় এল। এই ধান কে চাউলে কত কিছু করে পরিনত করতে হই। পাকা ধানে মই দিতে হয়। এরপর শুরু হই ধান কাটা, সেটা কাড়ানো, আবার ভাঙ্গা, ঝেড়ে আলাদা করা, মাড়া দেয়া মানে ধান কে চাউল থেকে আলাদা করা, রোয়া। কৃষকের মুখে হাসির আলোরন। নবান্নের আনন্দ উৎসবে ছড়িয়ে পরছে।

No comments:

Post a Comment

নিজের মতামত প্রকাশ করলে ভাল লাগবে। ধন্যবাদ!