Thursday, December 16, 2010

শুভ বিজয় দিবস...৪০ বছর


Photo: Andrew Biraj

বাকে বি দিসে শুভেচ্ছা...

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রানে পাগল করে--
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কি দেখেছি মধুর হাসি।।
কি শোভা কি ছায়া গো,
কি স্নেহ কি মায়া গো--
কি আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো--
মরি হায়, হায় রে
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।
আমার সোনার বাংলা, আমি তোমাই ভালোবাসি...

Tuesday, November 16, 2010

বিবর্তন

লাল, নীল, সবুজ মালায় সেজে গরু আসত আমাদের চট্টগ্রামের বাড়িতে। অধীর আগ্রহে বসে থাকতাম, এই বছরের গরু দেখতে কেমন হবে, কি রঙের হবে? সাদা, কালো, বাদামী নাকি অস্ট্রেলিয়ান? এই নিয়ে তর্ক চলত চাচাত ভাই, বোনদের মধ্যে। বাবারা সাত ভাই। সাত পরিবারের বসবাস একটি পাঁচতলা বাড়িতে। সেই ভোরে উঠে উনারা হাঁটে যেত গরু কেনার জন্য। পাঁচতলা ছাদে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করতাম। যখন দেখতে পেতাম তিনটে গরু নিয়ে আসছে, কার আগে কে নিচে নেমে আম পাতা খাওয়াবে তার প্রতিযোগিতা লাগত। প্রতিদিন গরুর মুখ খানা না দেখলে যেন দিন ভালো যাবেনা তাই ঘুম থেকে উঠে প্রথমেই গরু দেখতে যেতাম। তিন চার দিন সে কি সমাদর, ঘাস খাওয়ানো, গোসল করানো, গোবর পরিস্কার করা, রাখালের মত মাঠে নিয়ে সঙ্গ দেওয়া, বাকি গরুদের সাথে তুলনা করা আরো কত কি। একটা জিনিষ দেখে অবাক হতাম কোরবানির আগের দিন গরুর চোখে জল। ছোটবেলায় ভাবতাম আসলে কি গরু কান্না করে?

সারা বছর আলাদা রান্না হলেও ঈদ আসলে এক হয়ে যেত সাতটি পরিবার। সাত পরিবারের সদস্য এক হলে আড্ডা আর আড্ডা। পেঁয়াজ, রসুন, আদা, মসলা ইত্যাদি তৈরি করার দায়িত্ব থাকত বাবুর্চিদের। সদস্য বেশি বলে বাবুর্চি দিয়ে রান্না করানো হত। মায়েরা সকালের নাস্তার জন্য সেমাই, চুটকি এবং চটপটির ব্যবস্থা করতেন। আমাদের কাজ ছিল মা-দের সাহায্য করা, টিভি দেখা আর খাওয়া। মাংস কসাইরা কেটে দিত, তবে ছোট টুকরো করে নিত মায়েরা। বিশাল আকারের কয়েকটা পাটি বিছিয়ে অপেক্ষা করত দাদী, মা, ছয় চাচী আর সহ কর্মীরা। চোখে ছানি পড়ায় দাদী দেখতে পেতেন না। তবে নিজের কাজ সব নিজেই করতেন। মাংস কাটতেও কোন ভুল হতনা। দাদীর ইচ্ছা শক্তি দেখে অবাক হতাম। মাংস টুকরো করতে করতে নানা রকমের গল্পে আসরটা হয়ে উঠত জমজমাট। অধীর আগ্রহে নতুন জামা পড়ে অপেক্ষা করতাম সিন্নির মাংসের (প্রথম যে মাংস রান্না করা হবে তাতে হাড্ডি, মাংস, কলিজা ইত্যাদি থাকতে হবে) জন্য। সিন্নির মাংস হলে সব চাচাত ভাই, বোনেরা মিলে বাকরখানি, পরটা, চালের রুটি দিয়ে মাংস খাব। আহ! বাকরখানি খুব খেতে ইচ্ছে করে। কবে আবার খেতে পারব কোরবানির মাংস দিয়ে বাকরখানি। বাবুর্চিরা ইট পাথরের চুলায় কাঠ জ্বালীয়ে বিশাল আকারের ডেকচিতে সিন্নির মাংস রান্না করত। সেই মাংসের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। সবাই মিলে মাংস বিলাতে যেতাম গরীবদের এবং পাড়া পড়শিদের। তারপর থাকত কাবাব, আমার মা খুব মজার কাবাব বানাতেন। সিন্নির মাংস খাওয়া শেষ হলে কখন কাবাব খাব তা নিয়ে আম্মাকে সবাই তাড়া দিত। অবশেষে রাতে হত বিরানীর পালা, তখন দুই ফুফির পরিবার এসে যোগ দিত। ঈদের যে কত আনন্দ, কত রঙ তা আজকাল আর টের পাইনা। পনের বছর বয়সে দেশ ছেড়েছি, মনে হয় যেন সেদিনের কথা। তবে আগের মত ঈদ কি হয়? সময়ে কেমন যেন সব কিছু পাল্টে যায়।


ফ্লোরিডায় আসার পড় মা, বাবার কাছে ছিলাম বেশ আনন্দে। আম্মু এবং আব্বু খুব চেষ্টা করত দেশের স্বাদ দিতে। সারাদিন, কলেজ করে, কাজ করে এসে বাসায় দেখতাম ঈদের আয়োজন। তখন ফুরফুরে হয়ে যেত মন। ক্লান্তি ক্ষমা করে দিত আমায়। শনি অথবা রবি বার না হলে, ঈদ শুরু হত সন্ধ্যা বেলা সবাই কাজ থেকে ফেরার পর। ফ্লোরিডায় প্রায় দু’ঘন্টা ড্রাইভ করে যেতে হয় কোরবানী করতে। লম্বা লাইন ধরতে হয় ফার্মে জবাই করা মাংস আনার জন্য। আমাদের বাড়ির পেছনের উঠোনে আব্বু খুব কৌশলে আস্ত মাংস দড়ি দিয়ে ঝুলাত। আম্মু, আমি, ভাবি বসতাম বটি নিয়ে। আমরা মাংস কাটতাম আব্বু আর ভাইয়া হাড্ডি। আর আন্টি বানাত চালের রুটি। বেশ জমজমাট হত। রাতে সিন্নির মাংস খুব মজা করে খেতাম পরোটা দিয়ে অথবা চালের রুটি। বাকরখানি ছাড়া। ঈদ সীমাবদ্ধ ছিল অনেকটা নিজ বাড়ির ভেতরেই।


বিয়ের পড় এখন আমি কানাডায়। ঈদের দিন, অফিসের কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে সাধা ধব ধবে তুষারের দিকে তাকিয়ে ভাবি সময়ের সাথে সাথে মানুষকে কিভাবে বদলে যেতে হয়। এখানেও ঈদ পালন করতে চেষ্টা করি তবে, বাংলাদেশী গ্রোসারীতে ওরডার দেওয়া কোরবানির মাংস দিয়ে। এখন মনে হয় যদি ফ্লোরিডার ঈদের মজাটা ফিরে পেতাম! বাংলাদেশের সেই ঈদ যেন ধূসর স্বপ্ন।



ঈদ মোবারক!

Wednesday, November 10, 2010

ঈদ বৃষ্টি

২১ সেপ্টেমম্বার ২০০৯, ঈদ শুরু হয় ঝুমবৃষ্টিতে। ভোর সাতটায় রাহাতের সাথে বেড় হয়েছিলাম রিক্সায় করে পরোটা আনার জন্য। বৃষ্টি পড়ছে জেনে রাহাত ছাতা নিয়ে নিয়েছিল। বে-রসিক! ও চায়না আমরা কেউ অসুস্থ হয়ে পরি। কে চায়? কিন্তু বৃষ্টি পড়লে আমার কি করার আছে? আরে বাবা রিক্সায় উঠলাম, বৃষ্টি পড়ছে, ফাঁকা রাস্তা, আমি তুমি, এর চেয়ে পারফেক্ট আর কি হতে পারে? তার মাঝে ছাতা কেন? ছাতাটা আমার হাতে নিয়ে ফেলি। রিক্সার হুড ফেলে বসি। রিক্সা থামে একটি চায়ের দোকানের পাশে। রাহাত নেমে পড়ে, আমি রিক্সায় বসে বৃষ্টি উপভোগ করছিলাম। রাহাত নেমে পড়ার সাথে সাথে বৃষ্টি বেড়ে গেল। ইস কি মজা! ভেতর থেকে রাহাত বার বার বলছিল মিনা হুড তুলে দাও, মিনা অসুস্থ হয়ে যাবা, মিনা ছাতা ধর, আমি শুধু হাসি। যখন রাহাত উঠে এল রিক্সায়, কি অদ্ভুত! বৃষ্টি কমে যায়। তাই বাসা ফেরার পথে হুড এবং ছাতা লাগেনি। আমাকে ওর পুরোনো পরিচিত অলি গলি দেখিয়ে নিয়ে আসে।

বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যে ঝুমবৃষ্টি শুরু হয়, আপুকে অনেক বার অনুরোধ করি আমাকে ছাদে নেয়ার জন্য। একা যেতে চাইছিলাম না। শুধু বলে তালা মারা ছাদে। আমার শাশুরি আপুকে, রাহাতকে বলে আমাকে নিয়ে যেতে। আমি ভিজতে চাই কতদিন ছাদে উঠে ভিজিনা। কেউ নিতে চায়না সবাই ব্যস্ত। বৃষ্টি আমায় ডাকছে, কিন্তু আমার ডাকে কেউ সারা দিচ্ছিলনা, তাই একলা পথ বেছে নিয়েছিলাম। "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে…" দৌড় দিয়ে দরজা খুলে সিঁড়ি বেয়ে উঠতে থাকি জানিনা কত উপরে ছাদ। এলিভেটর ছিল, যদি কারেন্ট চলে যাই? আমি ভুলেও এলিভেটরে উঠিনা। উঠতে উঠতে চিন্তা করতে থাকি ছাদ বন্ধ থাকে যদি? তখন? কি আর করব নেমে আসব নিরাস হয়ে তারপরও নিজেকে বুঝ দিতে পারব চেষ্টা করেছিলাম। এতক্ষনে সাত ফ্লোরে উঠলাম ২ থেকে ৭? না স্পীড বারাতে হবে। আর কত বাকি কে জানে। জানালা দিয়ে তাকালে দেখা যাচ্ছে বৃষ্টি কমে আসছে। এদিকে রাহাত পেছন নিয়েছে আমার। আমি হেসে ফেলি। আলো দেখা যাচ্ছিল, আমার খুশি দেখে কে? নয় পেরিয়ে দশে ছাদ। বাহ! সব চেয়ে বড় কথা হল ছাদ খোলা। সার্থক! আমি পৌঁছানোর পড় ঝুমবৃষ্টি আমায় বরণ করে নিল। মনে হচ্ছিল এতক্ষন আমারি অপেক্ষায় ছিল। রাহাত তখন রেডি হয়ে যায় নামাজ পড়ার জন্য। তাই বৃষ্টির সঙ্গী হতে পারেনি। তবে আমি আমার সঙ্গীনি ছিলাম। মন্দ কি? তারপরও খুশি ও এসেছে। "ও মোর রমযানের ঐ রোযার শেষে এল বৃষ্টির ঈদ" কিচ্ছুক্ষণ আগেও কল্পনা করিনি বৃষ্টির পানিতে আমার ঈদের স্নান হবে। মা’মনি জিজ্ঞেস করে “কি মা প্রাণ ভরে বৃষ্টিতে ভেজা হয়েছে তো?” দুলা জিজ্ঞেস করে "কি শান্তি?" আপু "কি কেমন লাগল?" খুব খুব খুব ভালো, শান্তি, দারুন ভাবে আমার ঈদ শুরু…

Thursday, October 07, 2010

Flight Attendant Safety Dance

Flight Attendant Safety Dance

They've spiced up the safety instructions with a fun dance! How About that??

Cebu Pacific FAs dancing

Thursday, July 22, 2010

Anisuthide yaako indu

Mungaru Male – Anisuthide yaako indu lyrics Translations

Thanks to Abhinav for this translations....Awesome song sang by Sony Nigam...
Anisuthide yaako induNeeneyne nannavalindu
Maayadaa lokadinda Nanagaage bandavalindu
Aahaa yentha madhura yaathane
Kollu hudugi omme nanna, haage summane
Somehow am feeling todaythat you are just mine,
who has come from a magic world just for me..
wow…what a good feeling is that..
kill me once dear girl, just like that….
Suriyuva soneyu sooside ninnade parimala
Innyara kanasulu neenu hodare talamala
Poorna chandira rajaa haakida
Ninnaya mogavanu kanda kshanaa…
Naa khaidi neeney seremane
Tabbi nanna appiko omme…. haage summane
Dripping water drops are spreading your fragrance,
feels bad if you go in some one else’s dreams,
feel moon has taken leave,
seeing your beautiful face…..
am the prisoner, and you are the prison…
hug me once, just like that…
Tutigala hoovali aadada maathina sihiyide
Manasina putadali kevala ninnade sahiyide
Haneyali bareyada ninna hesara
Hrudayadi naane korediruve
Ninagunte idara kalpane
Nanna hesara kooge omme… haage summane
There is sweetness in the words that is not said by your lips..
there is only your signature in the pages of my heart..
I have carved your name in my hearts which are not written in my destiny…
do you have this imagination??
call my name once….just like that….
Anisuthide yaako indu….
Neeneyney nannavalindu….
Maayadaa lokadinda
Nanagaagi bandavalindu
Aahaa yentha madhura yaathaney
Kollu hudugi omme nanna, haage summane…
Somehow am feeling today
that you are just mine,
who has come from a magic world
just came for me…
wow…what a good feeling is that..
kill me once dear girl, just like that….

Wednesday, May 26, 2010

Monday, May 17, 2010

The Japanese Wife - DVD US & Canada

মনে করেছিলাম "জাপানিজ ওয়াইফ" টরেন্টোর থিয়েটারে রিলিজ হবে। কিন্তু অপেক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। জানতে পারলাম আজ, ছবিটি রিলিজ হবেনা থিয়েটারে, তবে ডিভিডি বের হবে এবং ওটার জন্য আরো অপেক্ষা করতে হবে জুলাইর বিশ তারিখ পর্যন্ত। ডাটাবাজার উদ্দ্যেগ নিয়েছে আগামী জুলাই বিশ তারিখ আমেরিকা এবং কানাডায় নেটফ্লিক্স, ব্লকবাস্টার ও এমাযনে "জাপানিজ ওয়াইফ" পাওয়া যাবে। পাশাপাশি আই-Publish Postটুনে ডাওনলোড করে দেখা যাবে। এখন আমি সেই অপেক্ষাই রইলাম...হুমম্মম!

Wednesday, May 05, 2010

Sanal Edamaruku on Child Throwing ceremony in Maharashtra temple


Thank you Sanal Edamaruku for stopping this kind of believe.

Video ta dekhe amar bissash hochilona ekhono porjonto ei dhoroner protha cholche...ish masum bacha ta kibhabe jibon dilo eishob faltu ritual karone. Manush kokhon bujbe??

Wednesday, April 14, 2010

শুভ নববর্ষ ১৪১৭


"শুভ নববর্ষ ১৪১৭"

সবার প্রতিটি দিন আনন্দে এবং উল্লাসে কাটুক।

নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আর অনাবিল শান্তি....

(যদিও সামনে কি আসছে আমরা দেখতে পারছি)তারপর ও অনেক অনেক আনন্দ, ভালোবাসা,

আর এক্তু... তে ভরে যাক চারদিক...(বেলেন্স করার ব্যাপার আছেনা)
ভালো থাকুন, ভালো রাখুন আপনাকে আর অন্যকে...
~ মিনা ~

Sunday, April 04, 2010

Webster's Falls - Hamilton, Ontario

"An impressive and easy to visit waterfall. This is the most scenic and reliable waterfall in the Hamilton area, and the one to visit if you are in Hamilton, or heading towards or from Niagara.

Webster's Falls is in the Spencer Gorge/Webster's Falls Conservation Area. It is a very picturesque waterfall. It is one of the... many waterfalls found on the Niagara Escarpment.

The waterfall is in the middle of a small park. It is short walk from the parking area to the falls. The Bruce Trail heads down into the gorge via a stairway and you can easily reach the base of the falls. You can even walk behind them if you want and are somewhat foolhardy.


The Bruce Trail continues downstream, and it is worth taking some time to explore. The next 1/2 mile of Spencer Creek is one long cascade. This is also the way to go if you want to reach the base of Tews Falls."

Thanks to gowaterfalls website where I have got info from. Thank you so much!! Will make next trip to rest of the waterfalls :D
Reblog this post [with Zemanta]

Saturday, March 20, 2010

আজ আমার প্রথম বিবাহ বার্ষিকী

প্রতিদিন সুর্য্য উঠে তার নিজের জন্য
আজকের সুর্য্যটা যেন উঠে
রাহাত আর মিনার জন্য।
আজ এই দিবস যেন একান্ত আমাদের।
শুভ প্রথম বিবাহ বার্ষিকী...
তোমারি সাথে যেতে চাই সেই দিগন্তে অনন্তকালের সাথী হয়ে...

Monday, March 15, 2010

চল গান ভেসে - শুভমিতা


শুভমিতা নিয়ে এল আরো একটি চমৎকার এল্বাম। ঊনার প্রতিটা এল্বাম এর গান আমার শোনা হয়েছে অপেক্ষায় ছিলাম নুতন এল্বামের জন্য। এই এল্বামের পেছনে যাঁরা কাজ করেছেন তাঁদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। এল্বাম বের হতেই আমি কিনে ফেলেছিলাম ক্যানাডায়, টরেন্টো শহরে একটি বাঙ্গালী দোকান থেকে। যেহেতু আমার সব এল্বাম ভালো লেগেছে জানতাম এটাও। আমি মনে করেছিলাম সিডি ভালো কোয়ালিটির হবে, খুলে দেখি সব কপি করা ইন্টারনেট থেকে। শুভমিতার সিডির ছবিটি পর্যন্ত পিক্সেলেটেড। অন্য কোন ইনফরমেসন ছিলনা সিডির। গান গুলো কে লিখেছে? এবং সুর কে করেছে? আর সেই এল্বামের দাম রেখেছিল ছয় ডলার টেক্স সহ। তার মানে বাংলাদেশের ৪২০ টাকা। পুরাই প্রফেসনাল ডাকাত। এদের কাছ থেকে আর কখন আমি কিনবনা। আমি সবাইকে বারন করছি যারা এখানে থাকেন মানে টরেন্টো শহরে। দোকানের নাম হচ্ছে এটিএন। ঐখানে বইয়ের দাম ও চারগুন বেশি। মনে করেছিলাম যাক, এখান থেকে এখন থেকে কিনতে পারব। কিন্তু হলনা, হবেওনা।

যাই হোক শিক্ষা হয়ে গেল। সবাই শুভমিতার গান শুনে দেখুন। আর ভালো লাগলে সিডি দেখে শুনে কিনে নিন। আমি প্রেমে পড়ে গেলাম। হুম, বৃষ্টির গানের প্রেমে পড়েছি তাইত, আমি ভিডিও তৈরি করে ফেলছি আমার কিছু পছন্দের বৃষ্টির ছবি দিয়ে। আহ! শুভমিতার কন্ঠ আমার কানে যেন সব সমই বাজতে থাকে…

শুভমিতার এই এল্বামের গান শুনে কেমন লাগল কোনটা পচ্ছন্দ হল, আমাকে জানালে খুবি খুশি হব…


Album: Chol Gaan Bhese
Year Of Release: 2009
Singer: Subhamita Benerjee

Genre:Modern Bengali Song

1.Chol Gaan Bhese
2.Brishtir Phonta Phonta Jole
3.Moner Miler Sesh
4.Chole Jeo na
5.Keu ase na
6.Nao Tumi Nao
7.Ke Jane Kothay
8.Andhokar


brishtir fota fota jole
chupi chupi ke golpo bole
mon diye jhiri jhiri shon
brishtir bujhi ache mon
mon dile mon
brishti bondhu khokhon?

brishtir fota fota jole
chupi chupi ke golpo bole
brishtir fota fota jole
chupi chupi ke golpo bole

brishtir fota fota jole
chupi chupi ke golpo bole
mon diye jhiri jhiri shon
brishtir bujhi ache mon

mon dile mon
brishti bondhu khokhon?

brishtir jol jhhore tup
tai shune charedik chup
brishti bolche kane kane
amar moner kotha jane

brishtir jol jhhore tup
tai shune charedik chup
brishti bolche kane kane
amar moner kotha jane

bolbe eshe,
dekha hole onno akashe
onno megher majkhane

mon dile mon
brishti bondhu kokhon?

meghdana milbena aaj
jhore jauai kaj
chotto megher nil khame
ke chiti pathai kar name

heeeee
meghdana milbena aaj
jhore jauai kaj
chotto megher nil khame
ke chiti pathai kar name

chena ronge
ochena moner akashe
onno megher dhol name

mon dile mon
brishti bondhu kokhon?

brishtir fota fota jole
chupi chupi ke golpo bole
mon diye jhiri jhiri shon
brishtir bujhi ache mon

mon dile mon
brishti bondhu khokhon?

brishtir fota fota jole
chupi chupi ke golpo bole
mon diye jhiri jhiri shon
brishtir bujhi ache mon

Saturday, February 27, 2010

Mann Ke Manjeere- Winner of the Screen Awards

Mann ke Manjeeré- winner of the Screen Awards 2001 in India and nominated for MTV's 'Best Indipop Music Video', reached 26 million households via six satellite music television channels, effectively mainstreaming discussions about domestic violence issues throughout South Asia and reaching as far as Tajikistan, Indonesia and the United States.

Wednesday, February 24, 2010

USA perform a Bollywood-inspired Ice Dance

Meryl Davis and Charlie White of the USA perform a Bollywood-inspired Ice Dance at the Winter Games.

Now, this is amazing!!! Really Like it a lot :)

Sunday, February 21, 2010

একুশে এবং বিকৃত উচ্চারণ

একুশে
আমার ভাইয়ের/বোনের রক্তে রাঙানো,
একুশে ফেব্রুয়ারী...আমি কি ভুলিতে পারি?

বীর, বীরাঙ্গনা এবং ভাষাশহীদদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাই সব সময়। এবার রাজাকার মুক্ত করতে হবে দেশকে। রাজাকারদের বের করতে হবে, শ্বাস্তি এদের পেতেই হবে।

এই দিনে ফুলে ফুলে ভরে যাই শহীদমিনার। কোন দল আগে যাবে এবং কত বেশী দামী ফুল দিবে বড় বড় অক্ষরে লেখা থাকবে সেই তন্ত্র চলতে থাকে। কেউ কি এই দিনে শহীদদের বাড়িতে যাই? শহীদদের পরিবার কেমন আছে কি পরিস্থিতে আছে তার কোন খবর নেই? নাকি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কাজ শেষ?

শুধুমাত্র এই দিনেই পরিস্কার নিঃস্বাশ নিতে পারে শহীদমিনার। একুশে চলে যাবে আবার শহীদ মিনার পরিণিত হবে ময়লার ডিপুতে। ছিঃ ছিঃ! সংসদ ভবন, শেখ মুজিবের ঘর, জিয়াউদ্দান, স্মৃতিসৌধ প্রমুখ যেমন সুন্দর এবং পরিচ্ছন্ন থাকে সব সময়, শহীদমিনার বছরে একবার থাকে। ২০০৬ সালে, জুন মাসে,
শহীদমিনারের নিছে মল জমে ছিল, আর ময়লা? চারপাশেই।

এইবার ভাষার বিকৃত উচ্চারণ নিয়ে কিছু কথা। যে ভাষার জন্য প্রান দিল সেই ভাষাকে যখন বিকৃত ভাবে উচ্চারণ করতে শুনি তখন মেজাজ খারাপ হয়, ধরে চর লাগাতে ইচ্ছে করে। আজকাল বিকৃত বাংলা উচ্চারণ করে কথা বলা স্টাইলে পরিনিত হয়েছে। রেডিও, গান, নাটকে সচারচর শোনা যাই। আর অনুসরণ করে যাচ্ছে নুতন প্রজন্মের ছেলেমেয়েরা। পরিচালকরা বা কেমন? আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু উনাদের মদ্ধ্যে অনেকেই দেখেছে, শুনেছে এবং লিখেছে। উনারা কি দেখছেন না আমাদের প্রজন্মের ক্ষতি হচ্ছে? বড় বড় বই লিখে যাচ্ছে, ভাষা কে প্রাধান্য দাও, ভাষা শেখাও, এই প্রজন্মের এবং আগামী প্রজন্মদেরকে জানাও। এবং উনাদের স্ক্রিপ্টে নাটক পরিচালনা হচ্ছে। বলি পরিচালকরা নাটক শুরু করার আগে কি এক্তু বুঝেনা কি করতে যাচ্ছে? আমাদের দেশের শ্রদ্ধেয় লেখক আনিসুল হক, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ এবং প্রমুখ, ইনাদের এখন থেকে প্রতি পরিচালকদের বলা উচিত, উনাদের স্ক্রিপ্টকে যেন বিকৃত ভাবে পরিচালনা না করে। কেউ না কেউ এই পদক্ষেপ নিতে হবে। বই পড়ে যতটা আনন্দ পাই, নাটক দেখে, গান শুনে মেজাজ খারাপ হয়। পরিচালক ফারুখীর নাটক আমার অনেক পচ্ছন্দ কিন্তু আজকাল বিকৃত বাংলা উচ্চারণ আর ডায়ালগ শুরু করে বলতে না বলতেই মিউজিকে চলে যাই। ঊনি যত পপুলার হচ্ছে বাকিরা উনাকে অনুসরণ করছে। আর যদি কেউ উদাহারণ চাই তাহলে ও দেয়া যাবে অনেক।

আমাদের মিউজিক ইন্ডাষ্ট্রীকে বলতে চাই, অনুগ্রহ করে গানের কোয়ালিটিকে গুরত্ব দিন। গানের কথা এবং গান শুনে আপনারা সুযোগ দিন। আজকাল গান শোনার আগে ভয় লাগে। গিতীকারদের বলছি এতই যখন ইংরজী স্টাইল পচ্ছন্দ তাহলে একেবারে ইংরেজীতে গাইলে ভাল। দু’হাত জোর করে বলছি, ভাষার অত্যাচার বন্ধ করুন।

Sunday, February 14, 2010

বসন্ত ছুঁয়েছে আমাকে...

http://forum.projanmo.com/uploads/2008/02/858_marigold.jpg

খুবি দঃখিত, অনেক সময় নিয়ে লিখতে বসেছিলাম। কিন্তু আমার সময় কেড়ে নিল...

সে যাক, আমার বন্ধুগন, দাদারা, দিদিমনিরা, এবং আমার ব্লগ যারা পড়েন সবাইকে বসন্তের স্নিগ্ধ শুভেচ্ছার সাথে রইল প্রানঢালা ভালোবাসা। আমার সাথে থাকার জন্য এবং আমার মনের ঘেনর ঘেনর পড়ার জন্য।

আমি একটু বেস্ত হয়ে পড়েছি। কেন? আমার চাকরী হয়েছে। কানাডায় প্রথম চাকরী। খুব খুব খুব খুশী। এত তাড়াতাড়ি পেয়ে যাব কল্পনা করিনি। আমার জন্য দোয়া কর/করেন সবাই।

Thursday, February 11, 2010

বরই এসেছে বরই

আমার অতী পচ্ছন্দের বসন্তের ফল বরই এসেছে আমার দুয়ারে। হাহাহাহা, আমি কি যে খুশী। ফ্লোরিডায় ফোন দিলে মা বলে বরই খাচ্ছি। আহা আমি শুধু ছবি দেখি। দু' দেশের ফল আদান প্রদান করার নিয়ম নেই। কঠিন ভাবে নিষেদ। আমি একবার আমার বান্ধবী কে ফ্লোরিডা থেকে পাঠাতে যেয়ে অনেক ভেজালে পড়েছিলাম, শেষে পেয়েছিল অনেকদিন পর, কিন্তু পাকা। আম্মু এইবার একবার সুযোগ নিল রাতারাতি পাঠানোর। গেলে গেল, না হলে ফেলে দিবে কি আর করা এই অনুমানে দিয়ে দিল। তারপর ও আম্মু মন কে বুঝ দিবে যে মেয়ের জন্য একবার চেষ্টা করেছি।

আমাকে গতকাল ফোন দিয়ে বলে যে পারলনা পাঠাতে মনে যেন কষ্ট না নি। আমিও আম্মাকে বুঝ দিলাম যে না মা আমি মোটেও মন খারাপ করিনি। আজ দুপুরে ধুম ধুম দরজাই ধাক্কা। আমি ভয় পেলাম, আর সংকোচ, এমন ভাবে কেউ এখন পর্যন্ত দরজায় ধাক্কা দেইনি। যাই হোক, দরজার ফুটো দিয়ে দেখতে পাই একজন ফেডেক্স এর কর্মি। বলে আমি প্যাকেটি চাই কিনা? দরজা না খুলে জিজ্ঞেস করি কোথা থেকে এসেছে? উত্তর শুনে অবাক হলাম। তারপর সাইন করে প্যাকেট নিয়ে খুলতে খুলতে মনে হল মা আমার জন্য বরই পাঠিয়েছে এবং আমাকে চমকিয়ে দেয়ার জন্য বলেনি । প্যাকেট খুলে চিৎকার দিয়ে উঠলাম বরই!!!। অনেক বরই পাঠিয়েছে। দুটো গাছে দু' রকম স্বাদের বরই। খুলেই একটি ধুয়ে মুখে দিলাম আহ! অমৃত! আর মা'কে ফোন দিয়ে সেই কি আনন্দের চিৎকার আমার। মা'রে তুমি সত্যি অনন্য, তোমার দ্বারা সব কিছু সম্ভব।


বর�
বর�
বর�
বর�


এখন বরই খাচ্ছি তেতুলের চাটনি দিয়ে। আম্মু শিখেয়েছিল মজার ঝাল ঝাল চাটনি আর বরই। কে কে খাবে হাত তুলো।

Thursday, January 28, 2010

তুষারপাত নিয়ে কোন রবীন্দ্রসংগীত আছে কি?

ছবিটির আসল দাতা অন্যজন

তুষার পরে রে...
তুষার পড়ে রে?
ভেজা আকাশ ভেজা মাটি
ভেজা পথে আমরা হাঁটি
পা ভিজে যাই রে?
তুষার পরে রে...

না গানটিকে আমি ব্যাঙ্গ করিনি। তবে এই ধরনের কিছু চাইছি।

তুষারপাত নিয়ে কোন রবীন্দ্র সংগীত আছে কি? যেমন আছে বৃষ্টিপাত নিয়ে। লন্ডনে অনেকদিন ছিলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তখন কি উনি লিখেছিল কোন গান? আমার জানা নেই। তাই আমার মিনতি নিয়ে এসেছি। যদি কেউ জেনে থাকেন, দয়া করে আমাকে জানান।
আমার কালেক্সনে পেলামনা। প্রকৃতির গানের সব সিডি বের করে দেখলাম। নাহ! নেই। আজকে ঘুম থেকে উঠে দেখি ভয়ানক তুষার হচ্ছে।
কোন রকমে ক্যামরায় বন্দি করতে পারলাম না। খুব রবীন্দ্রসংগীত শুনতে ইচ্ছে করছে কিন্তু যা চাইছি তা নেই।

Friday, January 15, 2010

জলপাই - জলপাইগুড়ি


রিক্সা করে চলার পথে দেখলাম ঠেলাগাড়ি ভর্তি জলপাই। আমি দেখেই নেমে পড়ি। আহ! কতদিন পর। আর, না ধুয়ে খাওয়া শুরু করি দরদাম করতে করতে।

জলপাই আমার অতি পচ্ছন্দের একটি ফল। ফ্লোরিডাই সব আছে কিন্তু জলপাই নেই। পাওয়া যাই কিন্তু ফ্রোজেন। এইবার দেশে পেতে না পেতেই ইচ্ছে মত কাঁচা জলপাই খেয়েছি। আমার ভাগ্য অনেক ভালো।

গত কয়েকবার দেশে জলপাইর সিজনে যাওয়া হয়নি। যদিও আমি কানাডায় দেখেছি। তবে কিনা সেই জলপাইর স্বাদ আমি পেলামনা।

আমি ঠিক করেছিলাম অনেক আঁচার বানিয়ে আনব। সোনিয়া আপুকে বলেছিলাম উনি করে দিবে সব ঠিক ঠাক। মরার কানাডায় এত রুল, যার কারনে আনতে পারলামনা। হায়রে!! সব কটা জলপাই ফেলে চলে আসতে হল।

এবার বলি একি নামে একটি শহরের কথা...যাহা, অনেকে হয়ত জানেন...

জলপাইগুড়ি, একটি শহরের নাম, ইন্ডিয়াতে ওয়েষ্ট বেঙ্গলে অবস্থিত। জলপাইগুড়ির কথা কেন লিখছি? কারন আমার প্রিয় ফল এই জায়গাই এক সময় অনেক ছিল। এবং নামটি আমার অনেক পচ্ছন্দ হয়েছে। জলপাইগুড়ি শহরে এক সময় জলপাই আর জলপাই ভরে ছিল নিশ্চয়। কিন্তু উকিতে লিখেছে জলপাইগুড়ি নামটি এসেছে ভুটানিস ভাষা থেকে, যার অর্থ "যেখানে গরম কাপড় কেনা এবং বিক্রি করা হয়।" আর বাংলা শব্দে ইহাকে "শহর ভর্তি জলপাই" বলা হয়। আমি না হয় এই অর্থ ধরে নিলাম। কারো কিছুকি যায় আসে? না আসেনা।

জলপাইগুড়ি শহর জুরে আছে তিস্তা নদী, পাহাড়, সবুজ আর সবুজ পুরো আমাদের দেশের মত। আরো কি? রেলওয়ে পথ আছে, আমাদের দেশ থেকে সহজে ভ্রমন করা যাবে। সময়, এবং সামর্থ থাকলে ঘুরে আসব আমার পচ্ছন্দের ফলের নামের শহরে। যেহেতু, আমার প্লেন আছে কলকাতা, ডার্জিলীন, শিলং ঘুরার পাশাপাশি জলপাইগুড়ি দেখা হয়ে যাবে।

Sunday, January 03, 2010

After "Jadoo Ki Jhappi" -- Now "All iz Well"

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0U_ZBb8khcUoYXoUsdlM8iuKGh7SjPmd_FDCtajbm8gxJ11sEB8Law5MWHw0mESMv7FuLIM2-9nJHDJZVpu-gSA9duGft4pMqxqmzzKf8t1LV-cngiJ3WrGK8JigbE5MI5Hks/s1600/3-Idiots-all-3-actors.jpg

Saari umar hum
Mar mar ke jee liye
Ek pal to ab humein jeene do
Jeene do

Na na na….Na na na….Na na na….Na na nana na….

Give me some sunshine
Give me some rain
Give me another chance
I wanna grow up once again

Kandhon ko kitabon
Ke bojh ne jhukaya
Rishvat dena to khud
Papa ne sikhaya
99% marks laaoge to ghadi, varna chhadi

Likh likh kar pada hatheli par
Alpha, beta, gamma ka chaala
Concentrated H2SO4 ne poora
Poora bachpan jalaa daala

Bachpan to gaya
Jawani bhi gayi
Ek pal to ab humein
Jeene do jeene do

Saari umar hum
Mar mar ke jee liye
Ek pal to ab humein jeene do
Jeene do

Na na na….Na na na….Na na na….Na na nana na….

Give me some sunshine
Give me some rain
Give me another chance
I wanna grow up once again

Na na na….Na na na….Na na na….Na na nana na….

Amir Khan did it again!!! I was expecting his funny movie for long time. After the Hilarious movie "Andaz Apna Apna" here came another precious funniest new year gift "3 Idiots" is the BEST movie end of 2009...I can say what an ending of 2009...

According to wiki, 3 idiots is 10-20% based on a Novel by Chetan Bhagat (five point someone) that was released in 2004. Credit to Chetan Ji for wonderful theme. In the real competition world it's important to show this kind of theme. It's what we like :)

Director Rajkumar Hirani who have done excellent work with Munna bhai MBBS and mark was legend with"Jadoo Ki Jhappi" now "3 idiots" it will be "All iz Well". Rajkumar Hirani's team have done wonderful job.


http://one.obuzz.com/admin/u/i/ms/bi/image-1-25393-3Idiots_5.jpghttp://www.indiangossips.com/wp-content/uploads/2009/11/3-Idiots.jpghttp://calcuttatube.com/wp-content/uploads/2009/06/3-idiots-Amir-Khan-Kareena-in-2010.jpg

It was Fantastic, Excellent, Hilarious and Superb 3 hours RIDE :) All should watch this movie in the theater if you can :) LOVE Amir, Madhav & Sharman a LOT.

Amir was F A N T A S T I C... He nailed his character. Few days ago I have cried his movie TZP and many other so many times. Now this one!!! Like his name in the movie. Nope I won't say it here :D

Madhav, ah!! my Hero...Your superb man!!! you know that :) (it's between me and him sshhh)

Karina's another best after "Jab we Met" well I would say she has done better in that movie then "3 idiots". I couldn't like the couple with Amir though I don't know why.

Not to forget Boman Irani, Javed Sir and surprisingly Mona Ji who is our FAV Jassi. All the actors perform so accurately..."ALL wuz Well"

Favourite Dialogue:

ALL IS WELL


Karena to Amir: "tum gujrati log bohot cute hote hou...lekin khana itne khatarnat ku hota hain? Dhokla, fafra, anwa, dhebla (sorry if I said the name wrong way) lagta hain jaise koyi missails hain." most funniest "aaj bush ne iraq mein do dhokle gira diye..." LOL

Chatur/Silencer's Chamtkar/Balatkar speech: "Adarniya sabhapati mahodaya, atithi vishesh shikshan mantri shri R D tripati ji, maanyaniya shikshagan aur mere piyaaare sahapathiyon. aaj agar I.C.E aasmaan ki bulaaandiyo ko chhu raaha hai, to uska shreya sirf ek insaan ko jataa hai shri veerusahastra buddhe, give him a a big hand. He is a great guy really…you are

Peechle batris saal se inhone nirantar is college mein balatkar (chamatkar) pe balatkar kiye. umeed hai aagey bhi karte rahenge. hamine to aashcharya hota hai ki ek insaan apne jeevan kaal mein itni balatkar kaisi kar sakta hai. inhone kadi tapaasya se apne aapko is kaabil bunaya hai. waqt ka sahi upyog ghante ka purna istemaal koi inse seekhe, seekhe inse seekhe. Aaj hum sab chaatra yaha hai, kal desh videsh mein faael jayenge. Waadaa hai aapse jis desh mein honge waha balatkar karenge. I.C.E ka naam roshan karenge. Dikha denge sabko jo balatkar Karne ki shamtaa yaha ke chaatro mein hai wo sansaar ke kisi chaatro mein nahiii. No other chaatra No other chaatra

Adarniya mantraji namashkar! aapne is sansthaan ko wo chees di jiski hamein sakht zaroorat thi ...sstunn (dhan) stunn (dhan) hota sabi ke paas hai, sab chupa ke rakte hai, detaa koi nai …aapne apna stun is balatkari purush ke haat mein diya hai…ab dekiye yeh kaisa iska upyog karta hai.

and the best....

Utamamm dadh dhadhattt padam……..
madhyam padam thuchuk thuchuk……..
khanishtham thudthudiiiy padam……..
sursuria pran khatkam..!!!"

Amir to Sohash: Amir to Sohash: ghari ghum geyi uski yaar. Sohash: what? you lsot the watch? Amir: koyi baat nehi nayi le lena. Sohash: r e char lakh ki thi. Aami: cha char lakh, mere to dhaiso ki hain...lekin time wohi bata te hain. lol

more coming up....

I couldn't say anything that I didn't like about this movie...of course some glitch can be forgiven.

For more review in this movie sure can check out IMDB

I don't want tell you the whole story so please go and watch it. Or BUY DVD TO WATCH IT:D

If you have watched it....please let me know if you like it or not...I so want to know...:) if not watch yet...please watch it...you won't regret!!!

I love love love you MADHAV!!! ok am stopping here...lol

MUSIC:
My Way Rating
Song Singer(s)
I LIKE
"Behti Hawa Sa Tha Woh" Shaan, Shantanu Moitra
Surprising packet:
I LOVE LOVE
"Give Me Some Sunshine" Suraj Jagan, Sharman Joshi
FUN
LOVING IT
ALL IZ WELL
"Aal Izz Well" Sonu Nigam, Shaan, Swanand Kirkire
AH! REMIND ME
OF MY FRIENDS...
WHAT A SONG...
SALUTE!!!
"Jaane Nahin Denge Tujhe" Sonu Nigam
I DANCE WITH
Zoobi Doobi!!!
EVEN NOW!!
"Zoobi Doobi" Sonu Nigam, Shreya Ghoshal
Shaan Shaan Shaan, I am adding more of your song to my basket. I know there will be more to add in the future. May I know why your so adorable when you sing and talk....sigh!! kash i know!!!

Sonu and Shreya's combination is magic as always. So whatever they sing together it sound like magic to my ears. Just Amazing. Long live both!

Shreya and Sonu, keep adding more and more songs to my jhuri...will be more and more coming time am sure...

Yes I have downloaded them first. However just like other I do...when I like them I went to buy the CD...I don't know even if they get credit for it. But I feel better. So I hope you will do the same if you like the musics :)